একুশের আয়নায় বর্তমান বাংলাদেশ

(১) তরল ক্রিস্টাল ভেদ করে পোড়া মাটি আর পোড়া মানুষের গন্ধে ভারী হয়ে ওঠে বাতাস| বাংলার মাঠ ঘাটের আগুনের সেই লেলিহান শিখা হৃদয় পুডিয়ে ছারখার করে দেয় এই সুদুর বিদেশেও| ভ্রুষ্ট রাজনীতির দ্বারা ধর্ষিতা বাংলা মায়ের বুক ফাটানো আর্তনাদে খান খান হয়ে যায় নিরবতা| অবরুদ্ধ মন ছুটে যায় পাগলের মতো শুধুই দেয়ালে ধাক্কা খেয়ে থমকে দাড়ানোর জন্য| প্রথমেই বলে নেই কেন একুশের আয়নায় – একাত্তরের নয় কেন? একাত্তরের সংগ্রাম ছিলো রাজনৈতিক স্বাধীনতার সংগ্রাম আর একই সাথে অর্থনৈতিক স্বাধীনতারও বটে| তবে বর্তমান বিশ্বে রাজনৈতিক ও অর্থনৈতিক স্বাধীনতা ব্যাপারটা খুবই আপেক্ষিক| পৃথিবীর সব দেশ আজ বড় বড় কিছু রাঘব বোয়ালের কাছে এমন ভাবে নির্ভরশীল যে এদের স্বাধীনতা অনেকটা কাগুজে ব্যাপার| আর একুশ হচ্ছে আমাদের বাংলা ভাষাকে, বাঙ্গালী সংস্কৃতিকে বাচিয়ে রাখার লড়াই| একটা জাতির...