Posts

Showing posts from January, 2021

দৃষ্টিভঙ্গি

একজন প্রশ্ন করেছেন, "জীবনে যা ঘটে সব ভালর জন্য। তাই কি?"  এটা শুনে আমার মনে পড়ে গেল একাত্তরের কথা।  কাকা বলতেন, "ভগবান যা করেন মঙ্গলের জন্যেই করেন।" বাবার ভাষার - "যা হয় ভালর জন্যই হয়।" কথাটা কতটুকু সত্য বা আদৌ হাস্যকর কিনা। বিশেষ করে যুদ্ধের বা বর্তমানের করোনা পরিস্থিতিতে।  আমার মনে পড়ে ছাত্র জীবনের জোক। একবার একজন ইন্সট্রাক্টর দুজন ছাত্রকে ইলেক্ট্রিক কেটলি অন করার শিক্ষা দিচ্ছেন। "এই দেখ কেটলি। প্রথমে ওতে জল ভরবে, তারপর প্লাগ লাগিয়ে সুইস অন করবে।"  এরপর দুজনের হাতে দুটো ভরা কেটলি দিয়ে বললেন প্র্যাক্টিকালি দেখাতে। গণিতের ছাত্র প্রথমে জলটা ফেলে দিয়ে নতুন করে তাতে জল ভরল মানে থিওরি অনুযায়ী ইনিশিয়াল কন্ডিশনে চলে গেল। তারপর প্লাগ লাগিয়ে সুইস অন করল। আর পদার্থবিদ ভরা কেটলি প্লাগে লাগিয়ে সুইস অন করল। কারণ সে জানে এখন তার নতুন ইনিশিয়াল কন্ডিশন আর তার প্রেক্ষিতেই সমস্যার সমাধান খুঁজতে হবে।  করোনাই বলি, যুদ্ধই বলি - সময়ের প্রেক্ষিতে আমরা এখন নতুন ইনিশিয়াল কন্ডিশনে পৌঁছেছি। পেছনে ফেরার উপায় নেই। এই বাস্তবতা মেনে নিয়েই আমাদের সমস্যার সমাধান খুঁজতে হবে। তাই

মৃত্যুহীন জীবন

Image
      ১৯৭২ সাল । স্বাধীনতার পরে ইন্ডিয়া গেলাম । অনেকদিন ছিলাম বহরমপুর মাসি বাড়ি । এটা  দামো দরের ( যদিও গঙ্গা বলেই ডাকে ) উল্টোদিকে , গোয়াল জান গ্রামে । বাড়ির সাথেই স্কুল । তাই শুরু করলাম স্কুলে যাওয়া । ১৯৬৯ সালে যখন প্রথম ইন্ডিয়া যাই , তখনও ওই স্কুলে কিছুদি ন গেছিলাম । স্বাধীনতা সংগ্রামের সময় ক্লাস ছিল না , তাই মনে হয় স্কুলের প্রতি বেশ টান ছিল । ঘুম থেকে উঠেই চলে যেতাম স্কুলে । বাংলা বই য়ে বিভিন্ন গল্প ছিল । এখনও মনে আছে নেতজি সুভা ষ , দেশবন্ধু চিত্তরঞ্জন । যদি ভুল না করি অবাক জলপান সেখানেই ছিল । আর ছিল গ্রীক   গায়কের গল্প । মা ছিলেন নেতাজীর ভক্ত । মার মুখে নেতাজির কথা শুনতে শুনতে কবে যে নিজেই তাঁর অনুরাগী হয়ে যাই । এরপর ছিল তাঁকে নিয়ে অনেক গল্প , অনেক পড়া । এক ধরণের অলৌকিক আওরা ছিল তাঁকে ঘিরে । পরে শানেওয়াজ খানের আমি সুভাষ   বলছি তাঁর প্রতি শ্রদ্ধা বাড়ায় । প্রায়ই তপন দার আলমারি থেকে ওই বইটা নিয়ে পড়তাম , অনেক পরে যখন সিঙ্গাপুর যাই মনে মনে খুঁজে বেড়াই তাঁকে । এক সময় অবশ