Posts

Showing posts from June, 2020

ভোটের ভূত

Image
২৪ জুন   মস্কোয় বিজয় দিবসের প্যারেড হল । করোনা ভাইরাসের কারণে গতানুগতিক নিয়ম অনুযায়ী ৯ মে প্যারেড হয়নি । ২৪ তারিখে সেটা করার অন্যতম কারণ ১৯৪৫ সালে বিজয়ের ঠিক পরপরই এই ২৪ জুন বিজয় প্যারেড হয়েছিল রেড স্কয়ার বা ক্রাসনায়া প্লসিদে । এটা নিঃসন্দেহে বিশাল এক চ্যালেঞ্জ । শত্রু ( করোনা ) পিছু হটতে শুরু করলেও এখনও সীমানা পেরিয়ে যায়নি । এসময় এমন বিশাল জমায়েত তাই রিস্কি । তবে এর প্রাথমিক প্রস্তুতি হিসেবে দীর্ঘ লকডাউনের পর মস্কো খুলে দেওয়া হয়েছে । এই প্যারেড একদিকে যেমন রিস্কি , অন্যদিকে তেমনি আশা জাগানীয়া । পুতিন সাধারণত খুব হিসাব - নিকাশ করেই পথ চলেন । আশাবাদী এ কারণেই যে আজকের প্যারেড পুতিন বা তার টীম করোনা ভাইরাস যে আয়ত্ব্বের মধ্যে সেটা বিশ্বাস করেন একথাই বলে আর এ বিশ্বাস নিশ্চয়ই শুধু রাজনৈতিক প্রজ্ঞা নয় , করোনার সাথে লড়াই করছে যারা সেই সব ডাক্তার ও বিজ্ঞানীদের মতের প্রতিফলন ।     আগামী ১ জুলাই এদেশের মানুষ সংবিধান পরিবর্তনের জন্য ভোট দেবে । এ নিয়ে বিভিন্ন মহলে বিভিন্ন কথা আছ