করোনা ভ্যাকসিন

আজ থেকে রাশিয়ায় শুরু হল করোনা ভ্যাকসিন টেস্ট। অনেক আগে থেকেই কাজ চলছিল। বেসামরিক বিভিন্ন প্রতিষ্ঠানের পাশাপাশি সামরিক প্রতিষ্ঠানও কাজ করে যাচ্ছিল। এত দিন চলছিল প্রিক্লিনিক্যাল টেস্ট। হ্যামস্টার আর বানরের উপরে প্রয়োগ করা হয়েছে। কথা যারা ভ্যাকসিন তৈরি করছেন তাঁদের কেউ কেউ ইতিমধ্যে নিজেদের উপর টেস্ট করেছেন। এখন শুরু হল মানুষের উপর টেস্ট। সামরিক চিকিৎসা বিশেষজ্ঞরাই এ ব্যাপারে এগিয়ে। প্রিক্লিনিক্যাল টেস্টও তাঁদের অধীনেই হবে। এজন্যে সামরিক বাহিনী থেকে ৫০ জন ভলেন্টিয়ার বেছে নেওয়া হছে। এর পাঁচ জন মহিলা। নেওয়া হয়েছে বিভিন্ন এলাকার অধিবাসীদের। এরা বিভিন্ন গ্রুপের প্রতিনিধিত্ব করে। বড় কথা তাদের যেন অন্য রকম শারিরীক জটিলতা নেই। এখন তাদের ১৪ দিন আইসোলেশনে রাখা হবে। এটা করা হবে যাতে নিশ্চিত হওয়া যায় যে এদের কেউ আগে থেকে করোনা আক্রান্ত নয়। এরপর দুই ধাপে ইঞ্জেকশন দেওয়া হবে। ইন্ট্রাভেনাস (intravenous)। প্রথম ইঞ্জেকশনের একুশ দিন পরে দ্বিতীয় ইঞ্জেকশন দেওয়া হবে। এর কাজ হবে দেখা ভ্যাক্সিনটা মানুষের জন্য নিরাপদ কিনা এবং ভ্যাক্সিনটা মানুষের শরীরে অ্যান্টিবডি তৈরি করছে কিনা। তবে এখনও ঠিক বলা যাচ্ছে না অনেক ভ্যাক্সিনের মত এটাও লাইফ লং কিনা? এরা আশাবাদী জুলাইএর মধ্যেই প্রিক্লিনিক্যাল টেস্ট শেষ হবে। তাহলে সামারে বা সেপ্টেম্বরে ভ্যাকসিন বাজারে আসতে পারে। এর আগে এদের ধারণা ছিল বছর শেষে ভ্যাকসিন বাজারে আসবে। উল্লেখ করা যেতে পারে স্বাস্থ্য মন্ত্রনালয় ইতিমধ্যেই ফাভিপিরাভির নামে কোভিড - ১৯ এর প্রতিষেধক এক ওষুধ রেজিস্ত্রি করেছে এবং ডাক্তারদের পর্যবেক্ষণে সেট ব্যবহারের কথা চলছে।

দুবনা, ০৩ জুন ২০২০

https://www.1tv.ru/news/issue/2020-06-03/21:00#2

Comments

Popular posts from this blog

রিসেটের ক্ষুদ্র ঋণ

পরিমল

প্রশ্ন