Posts

Showing posts from January, 2022

দেশ

Image
তোমাদের ওখানে একটু আরাম করতে পারি? ওয়েলকাম হোম। থ্যাঙ্ক ইউ। বুধবার আমি যখন সাঁতার কাটতে যাই, সাউনায় আমার বন্ধুরা থাকে না। অন্যেরা সেখানে থাকে। তাই ওখানে বসতে চাইলে অনুমতি নেই। তুমি কোত্থেকে? বাংলাদেশ থেকে। সেখানে নিশ্চয়ই এমন ঠাণ্ডা পড়ে না। পড়ে, তবে মাইনাস হয় না। দেশে যাও? কালেভদ্রে। আর তাই তো সাওনায় আসি। কিছুটা হলেও দেশের স্বাদ পাওয়ার জন্য। সেজন্যেই তো আমি তোমাকে ওয়েলকাম হোম বললাম। সাওনায় তাপমাত্রা থাকে ৯৫ থেকে ১০০ সেন্টিগ্রেড। যদিও দেশে এতটা গরম পড়ে না, তার পরেও কি যেন একটা মিল আছে। সরাইখানার মত এখানেও সবাই মন খুলে কথা বলে। যদি কাজে আমরা কাজ নিয়েই কথা বলি, এখানে বিভিন্ন রকমের কথা হয়। রাজনীতি থেকে শুরু করে সামাজিক অনেক বিষয়, টুকিটাকি চুটকি। এক কথায় সুইমিং পুল আর সাওনায় বেশ অন্য রকম পরিবেশ। তাছাড়া ওখানকার বর্ণহীন হোমোজেনাস পরিবেশে একটু রঙের ছোঁয়াচ লাগাই আমি। এইতো আজ এক ছোট বাচ্চা আমাকে দেখিয়ে মাকে জিজ্ঞেস করছিল মা, আঙ্কেল এত ময়লা কেন? দাড়াও, স্নান করে নিই, দেখবে ধবধবে সাদা হয়ে গেছি। - অপ্রস্তুত মাকে উদ্ধার করতে আমি বললাম। কিছুদিন আগে স্বপ্নে সাঁতার কাটছিলাম আর পাশে ছিল সোনালি এক সাপ। এখ