Posts

Showing posts from January, 2019

কারমা

Image
কথা হচ্ছিল ভিক্টরের সাথে। -        আর কিছুদিন পরে আমারও সত্তর পূর্ণ হবে। -        তাতে কি? তোমাকে তো বেশ ইয়ং লাগছে। -        না না। দু বছর আগেও যেমন ফিল করতাম, এই দু বছরে আর তেমনটা করি না। ক্যালেন্ডারে এক বছর পেরোয় কিন্তু মনে হয় হাজার বছর। -        যাক গে এসব নিয়ে আর ভেবে কি হবে। লাইফটা এঞ্জয় কর। কাজেকর্মে কাটিয়ে দাও। তাহলেই আর এমন মনে হবে না। -        হুম। কারমে যা লেখা আছে তাই হবে।   কারমা মানে কর্ম। রাশিয়ায় ওরা এভাবে উচ্চারন করে। রাশান লোকজন বিশেষ করে ওল্ড জেনারেশন বেশ পড়ুয়া, তাই ভালই জানে এসব। তবুও বললাম -        কারমা বলতে তুমি কি বোঝাচ্ছ? -        কেন? ভাগ্য, কপাল! -        হল না। -        মানে? -        কর্মের প্রথম অর্থ কাজ। তাই এখানে কোন ম্যাজিক নেই। যে কাজ করবে সেই ফল পাবে। আমরা যাকে বলি কার্যকারণ সম্বন্ধীয়। মানুষ যে কাজ করে সেই অনুযায়ী ফল ভোগ করে। শুধু মানুষ কেন, মহাবিশ্বের ক্ষেত্রেও এটা ঠিক। মহাবিশ্বের   যে কোন ঘটনার পেছনেই রয়েছে কোন না কোন কারণ, কোন না কোন মিথস্ক্রিয়া।   -        তাহলে যে বলে আগের জন্মের কারমা? -        আচ্ছা, যা লেখা আছে সেটা

এস ইঁদুর মারি

Image
মধ্যরাত । বউ য়ে র কনুইয়ের ধাক্কা -        এই, শুনছ? না, ঘুমোই নি । আমি অনেক রাতে ঘুমোই । কি যেন পড়ছিলাম, তাই ঐ ধাক্কা । -        কি হল আবার? -        ইঁদুর! -        ইঁদুর! কোথায়? -        ঐ তো শব্দ করছে । তুমি শুনতে পাচ্ছ না? -        ওটা তোমার কুকুরদের কাজ । -        কুকুররা তো তোমার পায়ের কাছে ঘুমোচ্ছে । এগুলো ইঁদুরের শব্দ । -        তাতে কি? ওরা তোমার কী ক্ষতি করল? -        আমার ভয় লাগছে । এই এক আশ্চর্য ব্যাপার । বিশেষ করে মেয়েদের সাথে এটা বেশি ঘটে । কুকুর, বিড়াল, বাঘ, ভাল্লুক, হাতি, ঘোড়া – এসবে ভয় পাবে না, অথচ মাছি, মৌমাছি, তেলেপ ো কা, ইঁদুর, টিকটিকি – এসব দেখলেই বাড়ি মাথায় তুলবে । জী ব জগতের কোয়ান্টাম প্রানীদের প্রতি এদের কেন যে এই বিরূপ মনোভাব সেটা কিছুতেই বুঝতে পারি না । এভাবে কাটল কয়েকদিন । এরমধ্যে বউ আমার যন্ত্রপাতি মানে স্ক্রু ড্রাইভার, সল্ডারিং আয়রন, হাতুড়ী – এসবের মধ্য দুটো মৃত ইদুরের বাচ্চা আবিষ্কার করল । এ দেশে সারস পাখিরা নাকি শিশুদের নিয়ে আসে বাবা মার জন্য । ইঁদুরের বাচ্চা কে আনে সেটা জানা নেই । এ নিয়ে আর মাথা ঘামালাম ন