Posts

Showing posts from April, 2019

দিমিত্রি ইভানভিচ মেন্দেলিয়েভ – বিজ্ঞানী ও মানুষ

Image
তবোলস্ক রাশিয়ার ছোট্ট একটা শহরের নাম । তেল ও গ্যাসের জন্য বিখ্যাত তুমেন্সক প্রদেশে অবস্থিত । সুদূর ১৫৮৭ সালে এই শহর প্রতিষ্ঠা করা হয় সাইবেরিয়া জয়ের জন্য, যদিও শহরের স্ট্যাটাস সে পায় আরও তিন বছর পরে ১৫৯০ সালে । এটাই সাইবেরিয়ার প্রথম শহর । ষোড়শ শতাব্দীর শেষ থেকে অষ্টাদশ শতাব্দী পর্যন্ত তবোলস্কই ছিল সাইবেরিয়ার প্রধান রাজনৈতিক, ধর্মীয়, শাসনতান্ত্রিক ও সামরিকভাবে গুরুত্বপূর্ণ শহর । ১৭০৮ সাল থেকে এটা ছিল উরাল পর্বতশ্রেণী থেকে প্রশান্ত মহাসাগর পর্যন্ত বিস্তৃত বিশাল সাইবেরিয়ার কেন্দ্রস্থল । তবে উনিশ শতকে তবোলস্ককে পাশ কাটিয়ে নতুন রাস্তাঘাট ও বানিজ্যপথ গড়ে ওঠার কারণে সে তার পূর্বের গৌরব ও গুরুত্ব হারাতে শুরু করে ।         তবোলস্ক যখন তার অতীত ঐতিহ্য হারিয়ে একটা সাধারণ শহরে পরিণত হতে চলেছে তখনই ইভান পাভলোভিচ মেন্দেলিয়েভ ও মারিয়া দমিত্রিয়েভনা মেন্দেলিয়েভার কোল আলো করে জন্ম নেয় দমিত্রি বা দিমিত্রি ইভানোভিচ মেন্দেলিয়েভ । তার জন্ম ১৮৩৪ সালের ২৭ জানুয়ারি বা নতুন ক্যালেন্ডার অনুযায়ী ৮ ফেব্রুয়ারি । পিতা ইভান পাভলোভিচ মেন্দেলিয়েভ ছিলেন তখন তবোলস্ক জিমনেশিয়াম এবং তবোলস্ক এলাকার সমস্ত শিক্ষা