Posts

Showing posts from February, 2015

একুশের আয়নায় বর্তমান বাংলাদেশ

Image
                                                                          (১) তরল ক্রিস্টাল ভেদ করে পোড়া মাটি আর পোড়া মানুষের গন্ধে ভারী হয়ে ওঠে বাতাস| বাংলার মাঠ ঘাটের আগুনের সেই লেলিহান শিখা হৃদয় পুডিয়ে ছারখার করে দেয় এই সুদুর বিদেশেও| ভ্রুষ্ট রাজনীতির দ্বারা ধর্ষিতা বাংলা মায়ের বুক ফাটানো আর্তনাদে খান খান হয়ে যায় নিরবতা| অবরুদ্ধ মন ছুটে যায় পাগলের মতো শুধুই দেয়ালে ধাক্কা খেয়ে থমকে দাড়ানোর জন্য| প্রথমেই বলে নেই কেন একুশের আয়নায় – একাত্তরের নয় কেন? একাত্তরের সংগ্রাম ছিলো রাজনৈতিক স্বাধীনতার সংগ্রাম আর একই সাথে অর্থনৈতিক স্বাধীনতারও বটে| তবে বর্তমান বিশ্বে রাজনৈতিক ও অর্থনৈতিক স্বাধীনতা ব্যাপারটা খুবই আপেক্ষিক| পৃথিবীর সব দেশ আজ বড় বড় কিছু রাঘব বোয়ালের কাছে এমন ভাবে নির্ভরশীল যে এদের স্বাধীনতা অনেকটা কাগুজে ব্যাপার| আর একুশ হচ্ছে আমাদের বাংলা ভাষাকে, বাঙ্গালী সংস্কৃতিকে বাচিয়ে রাখার লড়াই| একটা জাতির বেচে থাকার জন্য, বিকাশের জন্য ভাষা আর সংস্কৃতির গুরুত্ব তার রাজনৈতিক আর অর্থনৈতিক স্বাধীনতার চেয়ে বেশী গুরুত্বপূর্ণ| তাইতো আমরা বার বার ফিরে আসি একুশের ডাকে, শপথ নেই একুশের নামে| এটা

Kolkata – the city of Joy

Image
On Sunday, November 2 nd , 2014 our plane landed at the Netajii Airport, Kolkata. After a tense day back home in Bangladesh I came to the Dhaka airport safe and sound amongst the strike. It is my second visit to Kolkata by air and for the second time I face same problem (self created) at the immigration. Back in 1997 when I came here last, I had to wait for about an hour to get clearance. That time I came to India to attend the International Conference on General Relativity and a short-term visit to the Institute of Physics, Bhubaneswar. I landed at night and had to stay here for at least a night they asked my address in Kolkata. I had no problem about that as my two brothers were living in Kolkata, but I didn't know their address and I didn't need that as they were coming to receive me at the airport. But it was hard to convince them. Fortunately, I had their tel. Numbers. They phoned my brother and clarify everything. This time my brother wrote me his address before leaving