Posts

Showing posts from November, 2017

কীভাবে আমি অ্যামেরিকান হলাম

Image
গত ডিসেম্বরে বাড়ি গেলাম বেড়াতে । সাথে অন্য কিছু কাজ ছিল । ইন্সটিটিউটের । দেশে গেলে আমি বাড়িতেই কাটাই । শুধু যখন কোন কাজ থাকে বাইরে যাই । একদিন বসে আছি, দিদি এসে বসলো পাশে ।   -        ভাই! -        বল । -        আমি তোকে এবার কিছু টাকা দেবো । -        তা রতনকে দিয়ে দিস । ওই তো কেনাকাটা করবে ।   -        না, কেনাকাটার জন্য দেয়া আছে । এমনিতে আরও কিছু টাকা । -        দিদি, আমার টাকার দরকার নেই । যাকগে পরে কথা বলবো । আমি একটু কাজ করছি । দেশে একটা প্রচলিত ধারণা আছে যে বিদেশে থাকলে মানুষ প্রচুর টাকা কামাই করে । প্রফেসর আবু সাঈদের মতে যারা উচ্চ শিক্ষিত তাদের ইনকাম প্রায় আকাশ ছোঁয়া । সে ভাবে ভাবলে আমি হয় উচ্চ শিক্ষায় শিক্ষিত হতে পারিনি অথবা টাকা উপার্জন করতে শিখিনি । আর এর ফলে ১৯৯৭ থেকে ২০১১ পর্যন্ত দীর্ঘ ১৪ বছর বনবাসে কাটাতে হয়েছে । দেশে আসবো, তেমন কোন সম্ভাবনাই ছিল না । তখনই একদিন আহসানের ফোন । -        দেশে আসিস না কেন? -        সময়, সুযোগ হয়ে ওঠে না । কাজে কর্মেই দিন কাটে, তাই হয়ে ওঠে না । -        টাকা পয়সার সমস্যা? -        সেটাও আছে । -