Posts

Showing posts from August, 2020

বেলারুশ

Image
বেলোরাশিয়া বা বেলারুশ জ্বলছে। গত ৯ আগস্ট ২০২০ প্রেসিডেন্ট নির্বাচনের পর থেকেই সোভিয়েত ইউনিয়নের এই শেষ ব্যাস্টিয়নে ঝড় উঠেছে। আমি যে এসব নিয়ে খুব ভাবছি তা নয় , তবে বেশ কিছু বন্ধু এ বিষয়ে জিজ্ঞেস করায় এতদিন টিভির পর্দা বা পিসির মনিটর থেকে চোখের কোণে বা কানের পর্দায় যেসব তথ্য ঢুকেছিল সেটার বিশ্লেষণ করার এক অপচেষ্টা এটা। অপচেষ্টা এ কারণেই যে এসব বিষয়ে গভীর কোন আলোচনার জন্য যতটুকু তথ্য জানা দরকার , যতটুকু রাজনৈতিক প্রজ্ঞা থাকা দরকার তার কোনটাই আমার নেই। ৯ তারিখের আগে মনে হয়েছিল বিগত নির্বাচনগুলোর মত এটাও হবে অনেকটা ওয়াক ওভার। লুকাশেঙ্কো অনায়াসে নির্বাচনে জিতে যাবেন। সেটা অবশ্য হয়েওছিল , তবে অন্যান্য বারের মত বিরোধী দল বা জনগনের একটা বড় অংশ সেই ফলাফল মেনে নে য় নি। লুকাশেঙ্কো তার শাসনের প্রায় পুরো সময় জুড়েই সুন্দরী মহিলা যেমন দুই প্রেমিককেই বিয়ের আশ্বাস দিয়ে বশে রাখার চেষ্টা করে সেটাই করে গেছেন। ভৌগলিক অবস্থানের কারণে বেলারুশ ইউরোপ আর রাশিয়ার মধ্যে বাফা