দৃষ্টিভঙ্গি

একজন প্রশ্ন করেছেন, "জীবনে যা ঘটে সব ভালর জন্য। তাই কি?" 

এটা শুনে আমার মনে পড়ে গেল একাত্তরের কথা।  কাকা বলতেন, "ভগবান যা করেন মঙ্গলের জন্যেই করেন।" বাবার ভাষার - "যা হয় ভালর জন্যই হয়।"

কথাটা কতটুকু সত্য বা আদৌ হাস্যকর কিনা। বিশেষ করে যুদ্ধের বা বর্তমানের করোনা পরিস্থিতিতে। 

আমার মনে পড়ে ছাত্র জীবনের জোক। একবার একজন ইন্সট্রাক্টর দুজন ছাত্রকে ইলেক্ট্রিক কেটলি অন করার শিক্ষা দিচ্ছেন। "এই দেখ কেটলি। প্রথমে ওতে জল ভরবে, তারপর প্লাগ লাগিয়ে সুইস অন করবে।" 
এরপর দুজনের হাতে দুটো ভরা কেটলি দিয়ে বললেন প্র্যাক্টিকালি দেখাতে। গণিতের ছাত্র প্রথমে জলটা ফেলে দিয়ে নতুন করে তাতে জল ভরল মানে থিওরি অনুযায়ী ইনিশিয়াল কন্ডিশনে চলে গেল। তারপর প্লাগ লাগিয়ে সুইস অন করল। আর পদার্থবিদ ভরা কেটলি প্লাগে লাগিয়ে সুইস অন করল। কারণ সে জানে এখন তার নতুন ইনিশিয়াল কন্ডিশন আর তার প্রেক্ষিতেই সমস্যার সমাধান খুঁজতে হবে। 

করোনাই বলি, যুদ্ধই বলি - সময়ের প্রেক্ষিতে আমরা এখন নতুন ইনিশিয়াল কন্ডিশনে পৌঁছেছি। পেছনে ফেরার উপায় নেই। এই বাস্তবতা মেনে নিয়েই আমাদের সমস্যার সমাধান খুঁজতে হবে। তাই জীবনে যা ঘটে ভালর জন্য ঘটে এটাকে আক্ষরিক অর্থে না দেখে দেখতে হবে ভিন্ন ভাবে, অপ্টিমিস্টিক হয়ে সমস্যার সমাধানে সচেষ্ট হতে হবে। তাছাড়া প্রতিটি বিপর্যয়ই তো অভিজ্ঞতা। আমরা যদি সেই অভিজ্ঞতা কাজে লাগিয়ে সামনের দিকে যেতে না পারি সে দায় তো আমাদের। এমন কি আমদের শরীরও বিভিন্ন ভাবে আমাদের সতর্ক করে দেয় আসন্ন অসুখ সম্পর্কে। আমরা যদি সময় মত সেটা বুঝতে পারি বড় বিপদ এড়াতে পারি। আর সেটা বুঝতে না পারলে বা গুরুত্ব না দিলে জীবন দিয়ে ভুলের মাশুল দিই। শরীরের মত প্রকৃতিও মাঝে মধ্যে আমাদের সিগ্ন্যাল পাঠায়, সতর্ক হতে বলে। যদি সমগ্র মানবজাতি কে দোষী সেটা না খুঁজে এক যোগে করোনা সমস্যার সমাধান খুঁজত এতদিনে হয়তো সমাধান একটা পেয়েই যেত। কিন্তু আমরা কী দেখি? জাত্যাভিমান, অর্থনৈতিক লাভ লোকসান এসবকে পুঁজি করে বিভিন্ন দেশকে হেয় করা। কেউ কি ভেবেছিল বিগত ২০-২৫ বছরের চিকিৎসা বিজ্ঞানে অভূতপূর্ব উন্নতির পরেও আমেরিকার মত বিশ্বের সবচেয়ে উন্নত দেশে প্রায় ৪৩০ হাজার আর ব্রিটেনে ১০২ মানুষ মারা যাবে? আমরা আজ বিজ্ঞানে অভূতপূর্ব উন্নতি করছি অথচ মানুষকে বিজ্ঞানমনস্ক করতে পারছি না। বিজ্ঞানের আশীর্বাদকে একদল লোক মানবজাতির জন্য অভিশাপে পরিণত করছে। মানবিকতার সেবার জন্য করা বিজ্ঞানের আবিষ্কারকে একদল মানুষ মানুষে মানুষে ভেদের অস্ত্র হিসেবে ব্যবহার করছে। আর রাজনৈতিক নেতারা ক্ষমতার লোভের কাছে হার মেনে  এসব দিক থেকে চোখ ফিরিয়ে রাখছে। তাই যা ঘটে সেটা ভালর না মন্দের জন্য  - সেটা নির্ভর করে আমাদের দৃষ্টিভঙ্গির উপর, আমরা নিজেরা ঘটে যাওয়া ঘটনা থেকে কী শিক্ষা নিতে চাই, কীভাবে নতুন বাস্তবতার মোকাবেলা করতে চাই তার উপর।                                                                                                       

দুবনা, ২৮ জানুয়ারি ২০২১ 
 

Comments

Popular posts from this blog

রিসেটের ক্ষুদ্র ঋণ

পরিমল

প্রশ্ন