ভাষা আন্দোলন এখানে সেখানে
ভাষা আন্দোলনের কথা উঠলেই আমাদের চোখের সামনে ভেসে ওঠে বাহান্নর ফেব্রুয়ারির ঢাকার রাজপথের দৃশ্য, পুলিশের গুলিতে শহীদ রফিক, শফিক, বরকতের মুখ । স্বাভাবিক ভাবেই প্রশ্ন জাগে ভাষা বা মাতৃভাষার জন্য এটাই প্রথম বা একমাত্র আন্দোলন কি না? ইতিহাস ঘাঁটলে দেখা যায় বিভিন্ন সময়ে বিভিন্ন দেশে ভাষা আন্দোলন হয়েছে । আফ্রিকানা ভাষাকে ডাচ থেকে আলাদা ভাষা করার দাবীতে প্রথম আন্দোলন শুরু হয় ১৮৭৫ সালে দক্ষিণ আফ্রিকায় । এই আন্দোলন আবার শুরু হয় ১৯০২ সালে ইংরেজ ও বোরদের যুদ্ধ শেষে যার ফলশ্রুতিতে ১৯২৫ সালে আফ্রিকানা দক্ষিণ আফ্রিকার সরকারী ভাষার মর্যাদা পায় । সর্বশেষ এই আন্দোলন ছড়িয়ে পড়ে ১৯৯৪ সালে যখন বর্ণবাদের পতনের পর আফ্রিকানা ইংরেজির সাথে ১১ টি রাষ্ট্রভাষার একটিতে পরিণত হয় । বালুচ জাতীয়তাবাদের মূলে রয়েছে বালুচ ভাষা আন্দোলন । আধুনিক বালুচ জাতীয়তাবাদী আন্দোলনের শুরু ১৯২০ সালে । এদের ভাষ্য অনুযায়ী ধর্ম নয়, ভাষা ও জাতি (এথনিসিটি) জাতির মূল ভিত্তি, তাই এরা বরাবরই পাকিস্তানের ভিত্তি দ্বিজাতি তত্ত্বের বিরুদ্ধে ছিল এবং এখনো পর্যন্ত তাদের সংগ্রাম ...