Posts

Showing posts from February, 2019

ভাষা আন্দোলন এখানে সেখানে

Image
ভাষা আন্দোলনের কথা উঠলেই আমাদের চোখের সামনে ভেসে ওঠে বাহান্নর ফেব্রুয়ারির ঢাকার রাজপথের দৃশ্য, পুলিশের গুলিতে শহীদ রফিক, শফিক, বরকতের মুখ । স্বাভাবিক ভাবেই প্রশ্ন জাগে ভাষা বা মাতৃভাষার জন্য এটাই প্রথম বা একমাত্র আন্দোলন কি না?      ইতিহাস ঘাঁটলে দেখা যায় বিভিন্ন সময়ে বিভিন্ন দেশে ভাষা আন্দোলন হয়েছে । আফ্রিকানা ভাষাকে ডাচ থেকে আলাদা ভাষা করার দাবীতে প্রথম আন্দোলন শুরু হয় ১৮৭৫ সালে দক্ষিণ আফ্রিকায় । এই আন্দোলন আবার শুরু হয় ১৯০২ সালে ইংরেজ ও বোরদের যুদ্ধ শেষে যার ফলশ্রুতিতে ১৯২৫ সালে আফ্রিকানা দক্ষিণ আফ্রিকার সরকারী ভাষার মর্যাদা পায় । সর্বশেষ এই আন্দোলন ছড়িয়ে পড়ে ১৯৯৪ সালে যখন বর্ণবাদের পতনের পর আফ্রিকানা ইংরেজির সাথে ১১ টি রাষ্ট্রভাষার একটিতে পরিণত হয় ।         বালুচ জাতীয়তাবাদের মূলে রয়েছে বালুচ ভাষা আন্দোলন । আধুনিক বালুচ জাতীয়তাবাদী আন্দোলনের শুরু ১৯২০ সালে । এদের ভাষ্য অনুযায়ী ধর্ম নয়, ভাষা ও জাতি (এথনিসিটি) জাতির মূল ভিত্তি, তাই এরা বরাবরই পাকিস্তানের ভিত্তি দ্বিজাতি তত্ত্বের বিরুদ্ধে ছিল এবং এখনো পর্যন্ত তাদের সংগ্রাম ...