ফারুক ভাই: প্রথম আলাপ – শেষ আলাপ আর মাঝখানের কিছু ঝলমলে স্মৃতি
১৯৮৩ সাল, সময়টা আগস্টের প্রথম দিকে| BUET এর ক্লাস সবে মাত্র শুরু হযেছে| আসলে অনেক আগেই শুরু হবার কথা ছিলো, তবে এরশাদ বিরোধী ছাত্র আন্দোলনের জন্য শুরুটা পিছিয়ে গেছে অনেক| আমি তখন ঢাকায় নতুন| এর আগে এসেছি অনেক বার, তবে একা নয়| BUET এ ভর্তির পর থেকেই মূলত: একাকী ঢাকায় যাতায়াত| মানিকগঞ্জ এ ছাত্র ইউনিয়ন করার সুবাদে এসেই পরিচয় নিমাইদা সহ অনেকের সাথে| এছাড়া ছিলো মানিকগঞ্জএরই সুকুমার আর রুপেশদা| থাকতাম আহসানুল্লাহ হলে| ৩৫৩ নম্বর রুমে মনে হয়| তবে BUET ছিলো আমার সাময়িক আস্তানা| অনেক আগে থেকেই ঠিক ছিলো সিপিবির স্কলারশিপ নিয়ে আমি মস্কো যাব পড়াশুনা করতে| তাই ক্লাস শুরু হলেও তখনো পর্যন্ত হোস্টেল এর পেমেন্টটা করা হয়ে ওঠেনি| এদিকে নিমাইদা বলছিলেন টাকাটা পে করতে, যাতে আমি চলে গেলেও রুমটা ছাত্র ইউনিয়নের কেউ ইউস করতে পারে| যাই হোক, লেনিন ভাই (নুহ উল আলম লেনিন, তখন সিপিবির ঢাকা জেলা কমিটির সেক্রেটারী) বললেন “ওখানে তো ফারুক আছে| তুমি ওর সাথে কথা বল| যদি মস্কো যাও, অযথা টাকা পে করে কি হবে? ও যেটা বলে তাই করো| আমার কথা বলো, ঠিক তোমাকে হেল্প করবে|” লেনিন ভাই এর সাথে আলাপ বেশ কিছুদিন হলো| ওনার বাসায় ...