হাসান আজিজুল হক
গত সোমবার থেকে টাইম লাইনে একের পর এক স্ট্যাটাস আসছে কথাশিল্পী হাসান আজিজুল হকের মৃত্যুতে শোক প্রকাশ করে। কিছু কিছু স্ট্যাটাসে তাঁর মত লেখকের ততটা জনপ্রিয় না হওয়ার কারণ হিসেবে পাঠকদের অপরিপক্কতাকে দোষারোপ করা হয়েছে। সব মিলিয়ে এ নিয়ে অনেক লেখালেখি হচ্ছে। বাড়িতে সবার নিজ নিজ লাইব্রেরি ছিল, নতুন বই বেরুলেই সেটা কারও না কারও সংগ্রহে যোগ হত, তাই তাঁর বই যে বাড়িতে ছিল তাতে সন্দেহ নেই, তবে আগে তাঁর লেখা পড়েছি কিনা বা দেশে থাকতে তাঁর নাম বা লেখার সাথে পরিচিত ছিলাম কিনা সেটা আমি ঠিক মনে করতে পারছি না । হাসান আজিজুল হকের কথা অনেক শুনেছি (দ্বিজেন) কাকুর মুখে। হয়তো রাজশাহীর বন্ধুরা, মানে শাওন, সুস্মি ওরাও কখনও বলেছে, তবে কাকুর বলাটাকেই খুব ভাল ভাবে মনে আছে। কাকু তাঁকে হাসান বলে বলতেন আর আমি এই হাসান হাসান হাফিজুর রহমান কিনা সেটা জানতে চাইলে কাকু বলতেন, না, উনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের হাসান আজিজুল হক। ২০১৬ সালে যখন কাকু একাত্তরের উপর আমার লেখা দেখে বই প্রকাশের কথা বলেন । সেই প্রসঙ্গে ই বলেছিলেন, তুমি লেখাটা শেষ কর, আমি হাসানকে বলব এর উপর কিছু লিখতে। তবে বইয়ের সম্পূর্ণ পাণ...