ভালুক
খবরে দেখলাম আমাদের পাশের শহর কিমরিতে এক মেয়ে বনে বেড়াতে গিয়ে ভালুকের দেখা পেয়েছে। ওরা দু' জন একে অন্যের দিকে অনেকক্ষণ তাকিয়ে ছিল। সেই সুযোগে মেয়েটি ভালুকের তিনটে ছবিও নিয়েছে। ওর দুর্ভাগ্য যে ভালুকের সাথে সেলফি তুলতে পারেনি। আজকাল প্রায়ই বনে বাদারে ভালুকের দেখা পাওয়া যায় বলে খবর পাই। মানে দুবনার আশেপাশেও। আগে মুলত শেয়াল, বন্য শুকর, হরিণ জাতীয় প্রাণীর দেখা এমনকি শহরেও মিলত, এখন ভালুকের আনাগোনা। সে দিন এ নিয়ে গল্প উঠলে বললাম, - আমি হাল্কা পাতলা মানুষ, মাংস একেবারেই নেই। তাই ভালুক হাতের কাছে পেয়েও অখাদ্য বলে পাশ কাটিয়ে চলে যাবে কোন ভালো খাদ্যের সন্ধানে। - কোন কোন ভালুক কিন্তু হাড্ডি চিবুতে পছন্দ করে ঠিক যেমন কিছু কিছু মানুষ শুধু চিপস খেতে ভালোবাসে। তাই নিজের চিকনত্ব নিয়ে খুব বেশি খুশি হবার দরকার নেই। - হুম, ঝামেলা। আসলে ক্ষুধার্ত ভালুকের কাছে পূর্ণিমার চাঁদও ঝলসানো রুটি আর হাড্ডিসার মানুষও সুস্বাদু খাবার। শান্তি নাই কোথাও। চিকন হও, মোটা হও ভালুকের থাবা থেকে মুক্তি নাই। দুবনা, ২৯ নভেম্বর ২০২৫