একটা মৃত্যু
কয়েকদিন আগে যখন জাহীদের স্ট্যাটাস থেকে জানলাম কালিকাপ্রসাদ আর নেই, গুগলে সার্চ দিয়ে জানতে চেষ্টা করলাম, কে এই কালিকাপ্রসাদ? শুনলাম দোহারের গান, দেখলাম "আমার রবীন্দ্রনাথ" আর ভাবলাম, এত ভালো শিল্পী, জ্ঞানী লোক - অথচ তার জীবদ্দশায় তাকে জানতাম না, চিনতাম না। দেশে থাকতে হেমন্ত, মান্না, চিন্ময়, শ্যামল, কিশোরকুমার, সুবিনয় রায় - কত শিল্পীর গান শুনেছি। কিন্তু গানের বাইরে তাদের সম্পর্কে তেমন কিছুই জানতাম না। আজকাল যদিও সময় তেমন হয় না, তবুও কখনো সখনো মুন্সিয়ানা, আমার রবীন্দ্রনাথ, আজ সকালের আমন্ত্রনে এসব দেখা হয়। তখন বুঝি আজকের শিল্পীরা শুধু শিল্পীই নয়, গানের বাইরেও তাদের জ্ঞানের গভীরতা অবাক করে, আনন্দ দেয় মনে। কয়েকদিন আগে যখন আমার রবীন্দ্রনাথে কালিকা রবীন্দ্রনাথের বয়েস সম্পর্কে বলল, মনে হোল সে তো আমারও কথা। না না, কবিকে আমি সব সময়ই শ্বেতশুভ্র কেশ দাঁড়িতেই দেখি, তবে তার লেখা সব সময়ই আমাকে মনে করিয়ে দেয়, এ যেন আমার বয়েসেরই কারো লেখা - তা সে শিশুকালে “আমাদের ...