ই আর ঈ এর গল্প
বছর ঘুরে আবার ঈদ এলো ইদ-এর ছদ্মবেশে । ছদ্মবেশে এ কারণেই যে বাঁকা চাঁদের সাথে মনের কোণে গেঁথে যাওয়া ঈদ শব্দটা তো আর বাংলা একাডেমীর এক নোটিশেই মুছে যায় না! এ নিয়ে সামাজিক মাধ্যমে অনেকে অনেক কথা লিখেছে, লিখছে, আরও লিখবে । হয়তো দেশের পত্রপত্রিকায়ও এ নিয়ে লেখালেখি হচ্ছে । অনেকেই বলছেন ঈদ হোক আর ইদ হোক, তাতে তো আনন্দের আর ঘাটতি পড়ছে না, তাহলে এত কথা কেন? কেউ বলছে আমাদের দুটো ণ, ন, তিনটে স, শ, ষ, তিনটে র, ড়, ঢ় । জানি এগুলো লেখা হছে অনেকটা মস্করা করে । তবে একদিন যদি বাংলা একাডেমী এখানেও হাত দেয় অবাক হবার কিছুই থাকবে না । কিন্তু ভাষা তো শুধু ভাব প্রকাশের মাধ্যমই নয়, এটা একটা ঐতিহ্যও বটে । শুনেছি আরবী ভাষায় প নেই বলে পাকিস্তানে এখন অনেকেই প বর্জন করেছে ব এর সমর্থনে, ফলে পাকিস্তান হয়েছে বাকিস্তান । আমাদের দেশেও জীবনের প্রতিটি ক্ষেত্রে যেভাবে আরবী ভাষা আর সংস্কৃতি প্রবেশ করছে, তাতে এই বাংলা একাডেমীই যদি ভাষা সংস্কারের নামে আরবী হরফে বাংলা লেখা শুরু করতে ফতোয়া দেয়, তাতে কি অবাক হবার কিছু থাকবে? জীবনের পরিবর্তে জিবন লিখলেই মানুষের জীবনযাত্রার উন্নতি বা অবনতি ঘটবে না, তাই এ ধরনের পরিব...