Posts

Showing posts from 2018

শহীদ বুদ্ধিজীবী দিবস ও আনুসঙ্গিক প্রসঙ্গ

Image
গত ১৪ ডিসেম্বর দেশ শহীদ বুদ্ধিজীবী দিবস পালন করল । ১৯৭১ সালের এই দিনে হানাদার পাকবাহিনী আর তার স্থানীয় দোসরদের হাতে প্রাণ হারায় পূর্ববাংলার অসংখ্য বুদ্ধিজীবী । যদিও ডিসেম্বরের এই বুদ্ধিজীবী হত্যাযজ্ঞের শুরু ১০ ডিসেম্বর যখন ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানের স্বাধীনতাকামী মানুষদের ধরে নিয়ে যায় আলবদর আর রাজাকাররা । নেট ঘাঁটলে যে তথ্য পাওয়া যায় সেটা এ রকম – এ সময় হানাদার বাহিনীর হাতে নৃশংসভাবে প্রাণ হারান ৯৯১ জন শিক্ষাবিদ, ১৩ জন সাংবাদিক, ৪৯ জন চিকিৎসক, ৪২ জন আইনজীবী ও ১৬ জন অন্যান্য পেশার মানুষ । শুধু এদেরকেই নয়, নয় মাস ব্যাপী পাকসেনা ও তাদের দোসরদের তাণ্ডবলীলায় নিহত সকল বুদ্ধিজীবীদের প্রতিই জাতি এদিন শ্রদ্ধা জানায় । দেশে থাকাকালীন মানে ১৯৮৩ সালে দেশ ত্যাগের আগে এ দিনটিতে আমি বা আমরা এলাকায় কিছু করতাম বলে মনে পড়ছে না । শহীদুল্লাহ কায়সার, মুনীর চৌধুরীসহ অনেকের হত্যাকাণ্ডের কথা জানতাম, তবে হয়তো শহর ছাড়িয়ে গ্রামে এ দিনটি নিয়ে তখন তেমন কিছুই করা হত না । তাছাড়া যে সাড়ে তিন বছর মুক্তিযুদ্ধের পক্ষের সরকার ছিল দেশে তা যুদ্ধবিদ্ধস্ত দেশ গড়ার কাজেই ব্যস্ত ছিল । তখন স্বাধীনতা দিবস, বিজয়...

নির্বাচন

Image
গ্রামের বাজার। নির্বাচনী প্রচারণা চলছে। “জয় বাংলা! সোনার দেশ গড়ে তুলুন, ধানে নয় - ভোট নৌকায় ফেলুন“ “নিজের ধান নিজে নিন, ধানের শীষে ভোট দিন” “কথা কয় কাঙ্গালে, ভোট দেন লাঙ্গলে।“ “নৌকা, লাঙ্গল, ধানের শীষ – নানা বোতলে একই বিষ যদি চান বাঁচতে, বেছে নিন কাস্তে” ............ নির্বাচনের এই ডামাডোলে মানুষের জীবনে লেগেছে নতুন রঙ। এই হই হুল্লোড়ের মাঝে এক লোক দাঁড়িয়ে বলতে শুরু করলো “ভোট প্রার্থী ভাইয়েরা আমার। আমারও একটা ভোট আছে। আপনাদের প্রচারে মনে হচ্ছে আমার একটা ভোটের দামও আজ অনেক। তা   ভাই, কে নিতে চান আমার ভোট?” চারিদিক থেকে রব উঠলো “আমাদের দেন। আমরা চাই।“ “সে তো বুঝলাম। ভোট তো মাত্র একটা। সবাইকে তো দেওয়া যাবে না। তাই কিছু শর্ত আছে। তা ভাই বলেন দেখি আপনাদের মধ্যে কে আমাকে দুর্নীতিমুক্ত বাংলাদেশ দেবে? কে আমাকে নিরাপদ সড়ক দেবে? স্বাভাবিক মৃত্যুর গ্যারান্টি দেবে?” আবার চারিদিক থেকে শব্দ উঠলো – “আমরা দেব, আমরা দেব।“ “কে মুক্তিযোদ্ধাদের সংশোধিত কোটা ফিরিয়ে দেবে? কে ঘাতক দালালদের বিচার সম্পন্ন করবে?” ইতিমধ্যে শোরগোল কমে গেছে। হাত তোলাতে আগের মত আর আগ্রহ নেই। দু একটা হাত ইতিমধ্যে ...