শহীদ বুদ্ধিজীবী দিবস ও আনুসঙ্গিক প্রসঙ্গ
গত ১৪ ডিসেম্বর দেশ শহীদ বুদ্ধিজীবী দিবস পালন করল । ১৯৭১ সালের এই দিনে হানাদার পাকবাহিনী আর তার স্থানীয় দোসরদের হাতে প্রাণ হারায় পূর্ববাংলার অসংখ্য বুদ্ধিজীবী । যদিও ডিসেম্বরের এই বুদ্ধিজীবী হত্যাযজ্ঞের শুরু ১০ ডিসেম্বর যখন ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানের স্বাধীনতাকামী মানুষদের ধরে নিয়ে যায় আলবদর আর রাজাকাররা । নেট ঘাঁটলে যে তথ্য পাওয়া যায় সেটা এ রকম – এ সময় হানাদার বাহিনীর হাতে নৃশংসভাবে প্রাণ হারান ৯৯১ জন শিক্ষাবিদ, ১৩ জন সাংবাদিক, ৪৯ জন চিকিৎসক, ৪২ জন আইনজীবী ও ১৬ জন অন্যান্য পেশার মানুষ । শুধু এদেরকেই নয়, নয় মাস ব্যাপী পাকসেনা ও তাদের দোসরদের তাণ্ডবলীলায় নিহত সকল বুদ্ধিজীবীদের প্রতিই জাতি এদিন শ্রদ্ধা জানায় । দেশে থাকাকালীন মানে ১৯৮৩ সালে দেশ ত্যাগের আগে এ দিনটিতে আমি বা আমরা এলাকায় কিছু করতাম বলে মনে পড়ছে না । শহীদুল্লাহ কায়সার, মুনীর চৌধুরীসহ অনেকের হত্যাকাণ্ডের কথা জানতাম, তবে হয়তো শহর ছাড়িয়ে গ্রামে এ দিনটি নিয়ে তখন তেমন কিছুই করা হত না । তাছাড়া যে সাড়ে তিন বছর মুক্তিযুদ্ধের পক্ষের সরকার ছিল দেশে তা যুদ্ধবিদ্ধস্ত দেশ গড়ার কাজেই ব্যস্ত ছিল । তখন স্বাধীনতা দিবস, বিজয়...