নির্বাচন


গ্রামের বাজার। নির্বাচনী প্রচারণা চলছে।
“জয় বাংলা! সোনার দেশ গড়ে তুলুন, ধানে নয় - ভোট নৌকায় ফেলুন“
“নিজের ধান নিজে নিন, ধানের শীষে ভোট দিন”
“কথা কয় কাঙ্গালে, ভোট দেন লাঙ্গলে।“
“নৌকা, লাঙ্গল, ধানের শীষ – নানা বোতলে একই বিষ
যদি চান বাঁচতে, বেছে নিন কাস্তে” ............

নির্বাচনের এই ডামাডোলে মানুষের জীবনে লেগেছে নতুন রঙ। এই হই হুল্লোড়ের মাঝে এক লোক দাঁড়িয়ে বলতে শুরু করলো
“ভোট প্রার্থী ভাইয়েরা আমার। আমারও একটা ভোট আছে। আপনাদের প্রচারে মনে হচ্ছে আমার একটা ভোটের দামও আজ অনেক। তা  ভাই, কে নিতে চান আমার ভোট?”
চারিদিক থেকে রব উঠলো “আমাদের দেন। আমরা চাই।“
“সে তো বুঝলাম। ভোট তো মাত্র একটা। সবাইকে তো দেওয়া যাবে না। তাই কিছু শর্ত আছে। তা ভাই বলেন দেখি আপনাদের মধ্যে কে আমাকে দুর্নীতিমুক্ত বাংলাদেশ দেবে? কে আমাকে নিরাপদ সড়ক দেবে? স্বাভাবিক মৃত্যুর গ্যারান্টি দেবে?”
আবার চারিদিক থেকে শব্দ উঠলো – “আমরা দেব, আমরা দেব।“
“কে মুক্তিযোদ্ধাদের সংশোধিত কোটা ফিরিয়ে দেবে? কে ঘাতক দালালদের বিচার সম্পন্ন করবে?”
ইতিমধ্যে শোরগোল কমে গেছে। হাত তোলাতে আগের মত আর আগ্রহ নেই। দু একটা হাত ইতিমধ্যে উধাও হয়ে গেছে।
“এই যে কোটি কোটি টাকা খরচ করে এম পি হচ্ছে আপনাদের নেতারা, তা কে গ্যারান্টি দেবে যে নির্বাচিত হলে একটা পয়াসাও এদিক সেদিক করবে না। ক্ষমতাকে ব্যবসায়িক কাজে লাগাবে না?”
আরও কিছু হাত অদৃশ্য।
“ত্রিশ লক্ষ শহীদের রক্ত, দুই লক্ষ মা-বোনের ইজ্জত আর কোটি কোটি বাঙালীর অশেষ ত্যাগের ফলে অর্জিত গণতান্ত্রিক, ধর্মনিরপেক্ষ, সমাজতান্ত্রিক আদর্শে উদ্বুদ্ধ, স্বাধীন সার্বভৌম বাংলাদেশ কে ফিরিয়ে দেবে?”
চারিদিকে পিন পতন নীরবতা। কাস্তে হাতে দাঁড়ানো গ্রামের কৃষক সাহস করে মুখ খুলল।
“আপনি যা চাইছেন, সেটা আমাদেরও চাওয়া। কতটুকু দিতে পারব জানি না। তবে এসবের জন্য লড়াই আমরা চালিয়ে যাব মানুষ ভোট দিক আর নাই দিক। আসুন, আপনিও আমাদের সাথে। সবাই মিলে একসাথে লড়াই করলে জয় আমাদের হবেই।“     

দুবনা, ১৯ ডিসেম্বর ২০১৮  









   

Comments

Popular posts from this blog

২৪ জুনের দিনলিপি

ছোট্ট সমস্যা

প্রায়োরিটি