কাশ্মীর
ছোটবেলায় অনেকগুলো প্রিয় নামের একটা ছিল কাশ্মীর । শীতের সকালে আর সন্ধ্যায় কাশ্মীরি শাল ছিল একান্ত বন্ধু । বাড়ির সবারই কাশ্মীরি শাল ছিল । এখানে যদিও গায়ে দিই না, তবুএ একখানা শাল ঠিকই আছে । মা কখনও কাশ্মীর বলতেন না, বলতেন ভূস্বর্গ কাশ্মীর । আর সেটা শুনে শুনে কাশ্মীর সম্পর্কে কল্পনায় কত কিছু গড়তাম মনে মনে । রামায়ণ মহাভারতের যুগে দেবতারা এই ভূখণ্ডে মানুষের সাথে ঘুরে বেড়াতেন, প্রেম করতেন, কাউকে বর দিতেন, কাউকে বা অভিশাপ । দেবতারা তখন ছিলেন ঘরের মানুষ, আপন জন, সুখ দুঃখের ভাগীদার । পরে মানুষের অত্যাচারে দেবতারা পালিয়ে গেছে, সাথে নিয়ে গেছে স্বর্গটাকেও । তাই কাশ্মীর আর ভূস্বর্গ নেই । সেও আজ পৃথিবীর অন্যান্য জায়গার মতই ভালোমন্দ সব রকমের মানুষ দিয়ে ভরা । ফেসবুকের বাংলাদেশ ডোমেন দেশের মানুষের মতই হুজুগী । কয়েকদিন আগে ডেঙ্গুকে তাড়িয়ে কাশ্মীর এলো স্ক্রীনে । আর কিছু হোক না হোক মন্ত্রী-মেয়র আর সেই সাথে মশারা স্বস্তির নিঃশ্বাস ফেলে বাঁচল । প্রথম পোস্টগুলো দেখে তো মনেই হয়েছিল পাক ভারত যুদ্ধ বেধে গেছে । পরে দেখলাম, না – ৩৭০ ধারা বাতিল হয়েছে । যদিও তখন ৩৭০ ধারা সম্পর্কে কোন ধারনাই ছিল...