Posts

Showing posts from July, 2021

সোভিয়েত নারীর দেশ ও এক লিপির গল্প

Image
  কয়েকদিন আগে সুপ্রীতি ধর লিপির “সোভিয়েত নারীর দেশে” বইটা পড়া শেষ করলাম। বইয়ের নাম সম্পর্কে ও নিজেই লিখেছে। আমিও দু’ কলম লিখছি সেটার সমর্থনে। আমি যখন এ দেশে আসি, অবাক হয়ে দেখি চারিদিকে শুধু নারী আর নারী – হাসপাতালে, দোকানে, ক্যান্টিনে, ক্লাসে – কোথায় নেই তারা? দ্বিতীয় বিশ্বযুদ্ধে পুরুষদের এক বিরাট অংশ হারিয়ে গেছে যুদ্ধ ক্ষেত্রে। শুধু কি দ্বিতীয় বিশ্বযুদ্ধেই? সেই বিপ্লবের পর থেকে একের পর এক নেমে এসেছে কঠিন সব পরীক্ষা আর এসব পরীক্ষার প্রথম শিকার হয়েছে এদেশের পুরুষ। ফলে বরাবরই দেশ গড়ার কঠিন দায়িত্ব পড়েছে মেয়েদের কাঁধে। যুদ্ধ – এটা তো শুধু ফ্রন্ট লাইনে যুদ্ধ নয়, যোদ্ধাদের সময় মত রসদ সরবরাহ করা, মানে সাপ্লাই মেশিন চালু রাখা, এটা কে করেছে? হ্যাঁ সোভিয়েত নারীরা। তাই বলা চলে বিপ্লবের পর থেকে এদেশের নারীরাই দেশ গড়ে তুলতে অগ্রণী ভূমিকা পালন করেছে আর তাইতো সমাজের প্রতিটি ক্ষেত্রে নারীর অবাধ বিচরণ। সেদিক থেকে সোভিয়েত নারীর দেশে নামটি নিঃসন্দেহে ফিটিং। এর আগেও অনেকেই তাদের সোভিয়েত জীবন নিয়ে লিখেছে ন – দ্বিজেন কাকু,   খুররম ভাই, শাহাব, ববি আরও অনেকে। লিখেছে শাহীন তার মূলত সোভিয়েত পরবর...