Posts

Showing posts from October, 2021

সমস্যা

Image
দেশে হিন্দু সম্প্রদায়ের উপর যে অত্যাচার অনাচার চলছে সেটা যতটা না সাম্প্রদায়িক তার চেয়ে বেশি রাজনৈতিক সমস্যা। সুস্থ্য রাজনীতির কমপ্লিট অনুপস্থিতি। দেশে রাজনৈতিক দল বলতে যা বোঝায় তা অনেক দিনই নেই। সরকারি দল হিসেবে আওয়ামী লীগ ও বিএনপি উভয়েই ব্যর্থ। কোন দলই ক্ষমতায় এসে নিজেদের সমগ্র জনগণের প্রতিনিধি হিসেবে তুলে ধরতে পারেনি, সে চেষ্টাও করেনি। দলীয় স্বার্থের ঘোলা জলে ক্ষমতার দখলদার হয়েছে। তাই চেষ্টা করেছে ক্ষমতায় থাকতে থাকতে নিজেদের আখের গোছাতে। বিরোধী দল হিসেবে বিএনপি ব্যর্থ কারণ ক্ষমতা তাদের একমাত্র লক্ষ্য, মানুষের ভালোমন্দ নয়। তাদের সরকার বিরোধী আন্দোলন তাই জনগণের জন্য দুর্বিষহ দুঃখ বয়ে এনেছে। আওয়ামী লীগ সেদিক থেকে যথার্থ বিরোধী দল। ক্ষমতার জন্য আওয়ামী লীগ আন্দোলন করলেও সংখ্যালঘুসহ সমাজের বিভিন্ন গ্রুপ মনোবল ফিরে পায়। সমস্যা হল সবাই একসাথে বিরোধী দল হতে পারে না আর সুষ্ঠু ভাবে সরকার চালানোর, ধর্ম বর্ণ নির্বিশেষে সমস্ত নাগরিকের সাংবিধানিক অধিকার নিশ্চিত করার ক্ষমতা আর ইচ্ছা বর্তমানে কোন দলেরই নেই। যতদিন না রাজনৈতিক দলগুলো নিজেদের এই দুর্বলতা বুঝে, স্বীকার করে সেটা দূর করার চে...

আর প্রতিবাদ নয় এবার চাই প্রতিরোধ

Image
  পূজায় তাণ্ডব নিয়ে যেসব পোস্ট চোখে পড়ল তার প্রায় সবগুলোতেই সংখ্যালঘুদের কথা বলা হয়েছে, বলা হচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের উপর আক্রমণের কথা। তাতে ক্ষোভ আছে, আছে সমবেদনা, আছে সহমর্মিতা। তবে একটা জিনিসের অভাব চোখে পড়ার মত। কেউ বলছে না যে আক্রমণ হয়েছে মানুষের উপর, পরাজিত হয়েছে মানবতা। লঙ্ঘিত হয়েছে মানুষের নাগরিক অধিকার। কেন? তাহলে কি বুঝতে হবে হিন্দু মরলে মুসলমান হিসেবে আমরা এড়িয়ে যেতে পারি, মানুষ মরলে মানুষ হিসেবে সেটা পারি না? আর তাই ঐক্য নয় বিভেদের মাধ্যমে আমরা ঘটনার বর্ণনা দিচ্ছি?    অনেকেই কালো প্রোফাইল ব্যবহার করছেন। আমি করিনি। অনেকেই প্রতিবাদস্বরূপ কেন পূজা বন্ধ করা হল না সেটা জানতে চাইছেন। আমি করিনি। কেন? মৌলবাদ আমার শত্রু। আমি আমার হাসিমুখ দেখিয়ে, ভাল থেকে শত্রুর আনন্দ একটু হলেও মাটি করতে চাই। ওরা তো এ দেশ থেকে পূজা নির্বাসন দিতে চায়। পূজা চালানই হবে তার সঠিক প্রতিবাদ। আমাদের অনেকেই প্যারিসসহ বিভিন্ন পশ্চিমা দেশে সন্ত্রাসী আক্রমণে তাদের প্রতি একাত্মতা ঘোষণা করেছিল। আজ যা ঘটছে, বাংলাদেশে বিভিন্ন সংখ্যালঘুদের উপর যেসব আক্রমণ ঘটে সবই সন্ত্রাসবাদী আক্রমণ। হ্যাঁ, সন্ত্রা...