সমস্যা
দেশে হিন্দু সম্প্রদায়ের উপর যে অত্যাচার অনাচার চলছে সেটা যতটা না সাম্প্রদায়িক তার চেয়ে বেশি রাজনৈতিক সমস্যা। সুস্থ্য রাজনীতির কমপ্লিট অনুপস্থিতি। দেশে রাজনৈতিক দল বলতে যা বোঝায় তা অনেক দিনই নেই। সরকারি দল হিসেবে আওয়ামী লীগ ও বিএনপি উভয়েই ব্যর্থ। কোন দলই ক্ষমতায় এসে নিজেদের সমগ্র জনগণের প্রতিনিধি হিসেবে তুলে ধরতে পারেনি, সে চেষ্টাও করেনি। দলীয় স্বার্থের ঘোলা জলে ক্ষমতার দখলদার হয়েছে। তাই চেষ্টা করেছে ক্ষমতায় থাকতে থাকতে নিজেদের আখের গোছাতে। বিরোধী দল হিসেবে বিএনপি ব্যর্থ কারণ ক্ষমতা তাদের একমাত্র লক্ষ্য, মানুষের ভালোমন্দ নয়। তাদের সরকার বিরোধী আন্দোলন তাই জনগণের জন্য দুর্বিষহ দুঃখ বয়ে এনেছে। আওয়ামী লীগ সেদিক থেকে যথার্থ বিরোধী দল। ক্ষমতার জন্য আওয়ামী লীগ আন্দোলন করলেও সংখ্যালঘুসহ সমাজের বিভিন্ন গ্রুপ মনোবল ফিরে পায়। সমস্যা হল সবাই একসাথে বিরোধী দল হতে পারে না আর সুষ্ঠু ভাবে সরকার চালানোর, ধর্ম বর্ণ নির্বিশেষে সমস্ত নাগরিকের সাংবিধানিক অধিকার নিশ্চিত করার ক্ষমতা আর ইচ্ছা বর্তমানে কোন দলেরই নেই। যতদিন না রাজনৈতিক দলগুলো নিজেদের এই দুর্বলতা বুঝে, স্বীকার করে সেটা দূর করার চেষ্টা করবে ততদিন কারো মুক্তি নেই - না সংখ্যালঘুর না সংখ্যাগুরুর। মনে রাখা দরকার একদল দুর্বৃত্তকারীদের দিয়েই সংখ্যাগরিষ্ঠ কমিউনিটি গঠিত নয়। তবে সমস্যা হল ইসলাম, নবীজি আর আল্লাহর সাথে সাথে তাদের জন্য আত্মসমালোচনা ব্যাপারটাও দিন দিন ট্যাবুতে পরিণত হয়ে যাচ্ছে।
দুবনা, ১৯ অক্টোবর ২০২১
Comments
Post a Comment