নেতা
আজ বাংলাদেশের প্রতিষ্ঠাতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৫০ তম মৃত্যু দিবস। তাঁর বর্ণাঢ্য রাজনৈতিক জীবনের সূচনা দ্বিজাতিতত্ত্বের ধারণায় বিশ্বাসী মুসলিম লীগে হলেও ধীরে ধীরে তিনি ধর্মনিরপেক্ষতা, সমাজতন্ত্র এসব আদর্শে অনুপ্রাণিত হন। তাঁর ব্যক্তিত্ব আওয়ামী লীগকে সেই লক্ষ্যে চলতে বাধ্য করলেও দলের মধ্যে সেই চেতনা বিকাশ লাভ করেনি, যা করেছে তা পোশাক পরিচ্ছদে, মুজিব কোটে। তাই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে যারা সত্যিকার অর্থেই ধারণ করে তাদের এক বড় অংশ তাঁর দল করে না, যারা করে তারাও দলের ভেতর কোনঠাসা। তাঁর দল যারা করে তাদের বেশির ভাগ বঙ্গবন্ধুকে ধারণ করে না, তাঁকে বাহন করে নিজের ব্যক্তিগত লক্ষ্য অর্জন করতে আর এজন্য দরকার হলে তাঁর রক্তাক্ত লাশ যুগ যুগ বহন করে ঘুরে বেড়ায়। ফলে বঙ্গবন্ধু বন্দী হন আওয়ামী বলয়ে। দলীয় রাজনীতির শিকার হয়ে মৃত্যুর পরেও তিনি শান্তি পান না। বঙ্গবন্ধুকে দলীয় রাজনীতির বেড়াজাল থেকে মুক্ত করে বাংলার মানুষের কাছে ফিরিয়ে আনাই হবে তাঁর আদর্শে বিশ্বাসীদের প্রধান দায়িত্ব। তিনি বেঁচে থাকবেন তাঁর আদর্শে।
দুবনা, ১৫ আগস্ট ২০২৪
Comments
Post a Comment