আনন্দ
অনেকেই বলছে যতদিন প্রফেসর ইউনুস গণতন্ত্রের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ থাকবেন ততদিন আমি তাঁকে সমর্থন করব। তিনি স্বৈরাচারী আচরণ করলে তাঁর বিরোধিতা করব। তিনি একজন নোবেলজয়ী (যদিও অর্থনীতিতে নয়) ও আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মানুষ। এজন্য তাঁর প্রতি আমি শ্রদ্ধাশীল। তবে তিনি কতটুকু বাংলাদেশের এজেন্ডা বাস্তবায়ন করবেন আর কতটুকু আন্তর্জাতিক পুঁজির সেটা ভবিষ্যত বলবে যদিও এ ব্যাপারে তাঁর স্বাধীনতা সন্দেহাতীত নয়। আর যারা সমর্থন বা বিরোধিতার কথা বলছেন তাদের সামর্থ্য এটুকুই। এটা অনেকটা কোন কোটিপতি কাঙালি ভোজ দিলে ফেসবুকে তার প্রশংসা করা আর অন্য কোটিপতিদের নিয়ে পার্টি দিলে ফেসবুকে তার নিন্দা করা। কিন্তু আসল যে কথাটি আপনারা ভুলে যান তা হল কাঙাল না কোটিপতি কাদের আমন্ত্রণ জানাবে সে ব্যাপারে কেউ আপনার মতামত জানতে চায় না, চায়নি, চাবে না। দূর থেকে লাফানোই আপনার আনন্দ।
দুবনা, ০৮ আগস্ট ২০২৪
Comments
Post a Comment