রাজা
মহাবিশ্বের ইতিহাস পরিবর্তনের ইতিহাস। যেখানে পরিবর্তনই একমাত্র সত্য সেখানে এটাই স্বাভাবিক। একই কথা প্রযোজ্য সমাজের ক্ষেত্রেও। আগে পরিবর্তন আসত ধীরে ধীরে এখন সেটা ঘটে দ্রুত অথবা হতে পারে প্রযুক্তির কল্যাণে সারা বিশ্ব নখদর্পণে আসার ফলে আগে যা আমাদের দৃষ্টি এড়িয়ে যেত সেটা দৃষ্টিগোচর হয় বলে বর্তমানে পরিবর্তন আরও দ্রুত বলে মনে হয়। তবে বর্তমানে সামাজিক, রাজনৈতিক এসব পরিবর্তন যেহেতু প্রযুক্তি নির্ভর তাই প্রযুক্তির পরিবর্তনের সাথে এদের এক আত্মিক সম্পর্ক বিদ্যমান। এক সময় উইন্ডোজ ৯৫ ছিল জনপ্রিয়, এরপর এক্সপি। এরপর একে একে আসে ৭, ৮, ১০, ১১। কোনটা সমাদর পেয়েছে, কোনটা পায়নি। একই কথা বলা চলে গাড়ি, ক্যামেরা, স্মার্টফোন ইত্যাদির বিভিন্ন মডেলের ক্ষেত্রে। সবই আগের ভার্সনের মডিফিকেশন। কিছু কিছু নতুন ফিচার যোগ করা, ইউজার ফ্রেন্ডলি করা যদিও সব সময় সেটা যে উপকারে আসে তা কিন্তু নয়। তবে একটি বিষয় অপরিবর্তনীয় তা হল এই সব আপগ্রেড টাকা বান্ধব, মানে মিষ্টি কথা, দুর্বোধ্য শব্দ ও আকর্ষণীয় ভিজুয়াল কন্টেন্ট তৈরি করে ক্রেতাদের পকেট কাটা। এমন ভাবে কাটা যাতে ক্রেতা বিক্রেতা সবাই খুশি হয়। কেউ ঠকিয়ে খুশি, কেউবা ঠকে। রাজনীতিও এক্ষেত্রে পিছিয়ে নেই। গণতন্ত্র, সাম্য, মানবাধিকার, বাক স্বাধীনতা ইত্যাদি গালভরা বুলি দিয়ে মানুষকে রাস্তায় নামানো, বিপ্লব করা আর একবার ক্ষমতায় অধিষ্ঠিত হলে আগের চেয়েও বেশি দক্ষতার সাথে জনগণকে শাসন ও শোষণ করা। যদি দেশে স্বৈরাচারী ব্যবস্থা ধারাবাহিক ভাবে চালু থাকে তবে পরবর্তী এডিশন আগের চেয়েও এককাঠি সরেস হবে সেটাই স্বাভাবিক। দিনের শেষে সব শাসকের লক্ষ্য থাকে জনগণের মাথায় কাঁঠাল ভেঙে খাওয়া। প্রতিটি নতুন এডিশনে জনগণ আর কাঁঠাল একই থাকে, ক্ষেত্র বিশেষে কাঁঠালের আকার পরিবর্তন হয়। পরিবর্তন হয় শাসকের আর প্রতিটি এডিশনে জনতার মাথা ও কাঁঠালের মাঝে যে পাত্র থাকে সেটাকে আরও বেশি আরামদায়ক করা হয় যাতে সে শোষণটা সহজে টের না পায়। বিপ্লব পরবর্তী উচ্ছাস কাটার পর মানুষ যখন শুভঙ্করের ফাঁকিটা ধরতে পারে ততদিন অনেক দেরি হয়ে গেছে। এখন শুধু অপেক্ষা নতুন বিপ্লবের। যতদিন মানুষ নিজের ভাগ্য অন্যের হাতে তুলে দেবে ততদিন শুধু মালিক বদলাবে, বদলাবে চাবুক, ভাগ্য বদলাবে না। তাহলে মুক্তি কিসে? রাজার রাজত্বে সবাইকে রাজা হতে হবে, সবাইকে সবার দায়িত্ব নিতে হবে। সবাইকে হতে হবে সিদ্ধান্ত গ্রহণ করার মালিক।
দুবনা, ১৭ আগস্ট ২০২৪
দুবনা, ১৭ আগস্ট ২০২৪
Comments
Post a Comment