করোনা ভাইরাস

২০১৪ সালে ইউক্রেনে ময়দানে বিরোধীরা লড়াইয়ে নামে ইনুকোভিচের বিরুদ্ধে। ইস্যু ছিল ইউক্রেনের ইউরোপিয়ান ইউনিয়নে যোগ দেয়া নিয়ে। এদিকে রাশিয়া প্রস্তাব দিয়েছিল ইউরেশিয়ায় যোগ দেয়ার জন্য। ইউক্রেন তখন রাশিয়ার কাছ থেকে বিভিন্ন ধরনের বানিজ্যিক সুবিধা পেত। ইউক্রেন এক সাথে ইউরোপিয়ান ইউনিয়ন ও ইউরেশিয়ায় থাকলে ইউরোপীয় পণ্য বিনা শুল্কে রাশিয়ার বাজারে আসবে তাই রাশিয়া ইউক্রেনকে বলে হয় নিরপেক্ষ থাকতে অথবা কোন একটা দিক বেছে নিতে। ইনুকোভিচ শেষ মুহূর্তে ইউরোপিয়ান ইউনিয়নের সাথে চুক্তি না করায় পশ্চিমা পন্থী, বিশেষ করে ফ্যাসিবাদীরা ময়দানে নামে ও কিছু লোক হত্যা করে যেটা এখন নিজেরাই স্বীকার করে। সেই সময় স্পেশাল ফোর্সের উপর আক্রমণ হলেও ইনুকোভিচ তাদের অস্ত্র প্রয়োগে বাধা দেন মৃত্যু এড়ানোর জন্য। ফলাফল - এক কোটির বেশি মানুষ আজ দেশত্যাগী, লাখ পাঁচেক মৃত। অনেকের ধারণা ইনুকোভিচ কিছু রক্ত এড়াতে গিয়ে এক সাগর রক্ত ঝরিয়েছেন। গল্পটা এ জন্যেই বলা যে সময় মত সঠিক পদক্ষেপ না নিলে আগামী কয়েক দিনে বাংলাদেশে এমনটা যে ঘটবে না সেই গ্যারান্টি কেউ দিতে পারবে না। অভ্যুত্থান অনেকটা করোনা ভাইরাসের মত। এর পার্শ্বপ্রতিক্রিয়া আরও বেশি ভয়ঙ্কর।

দুবনা, ০৫ আগস্ট ২০২৪

Comments

Popular posts from this blog

রিসেটের ক্ষুদ্র ঋণ

পরিমল

প্রশ্ন