অতীত

অতীতের পথ ধরে আমরা বর্তমানে আসি। ভবিষ্যত কেমন হবে সেটা নির্ভর করে বর্তমানকে আমরা কিভাবে ব্যবহার করব তার উপর। অতীত থেকে শিক্ষা নেয়া অবশ্যই প্রয়োজন তবে অতীতের ভুল শোধরানোর নামে যদি যারা ভুল করেছে তাদের বিচার করেই দিন কাটাই ভবিষ্যত আমাদের অধরাই থেকে যাবে। অপরাধীদের বিচার অবশ্যই করতে হবে কিন্তু সেটাই যদি একমাত্র লক্ষ্য হয় তবে সেটা হবে প্রতিশোধ, পরিবর্তন নয়। যেকোনো সমাজ বিপ্লবের প্রধান ও প্রথম লক্ষ্য মানুষের জীবনে পরিবর্তন আনা। অতীতের লিগেসি থেকে মুক্তির পথ যারা জনজীবন বিপর্যস্ত করেছে শুধু তাদের বিচারের আওতায় আনা নয়, যে কারণে তা করতে পেরেছে সেটা দূর করা। আমাদের দেশে সেটার মূলে ছিল ধর্মীয় অনুভূতির নামে স্বেচ্ছাচারিতা, আইনের অপপ্রয়োগ, দুর্নীতি ও রাজনীতিহীনতা। এসব থেকে দেশকে মুক্ত না করে শুধু সেই সময়ের কলাকুশলীদের শাস্তি নিয়ে মেতে থাকলে আমরা অতীতের ভুলেই ডুবে যাব। এতে শাসক গোষ্ঠী ব্যর্থতার অজুহাত পাবে কিন্তু জনগণের ভাগ্যের পরিবর্তন হবে না।

দুবনা, ৩০ আগস্ট ২০২৪

Comments

Popular posts from this blog

রিসেটের ক্ষুদ্র ঋণ

পরিমল

প্রশ্ন