আশা
তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টার বক্তব্য শুনলাম। বেশ সুন্দর বক্তব্য। দেশের সামনে যেসব সমস্যা বিদ্যমান তা তুলে ধরেছেন। সমাধানের পথ খুঁজছেন। তবে এর আগে আমাদের ইতিহাস যেমন একাত্তর থেকে শুরু হত এখন মনে হয় সব শুরু হচ্ছে ৫ আগস্ট থেকে। অথচ এর আগের অনেক অমীমাংসিত প্রশ্ন আছে। আছে ডিজিটাল আইন, আছে ধর্মীয় অনুভূতিতে আঘাতের নামে মুক্তমনা ও সংখ্যালঘুদের উপর হামলার ঘটনা। আশা ছিল যা কিছু মানুষের নাগরিক অধিকার সীমিত করে তার বিরুদ্ধে তাঁর মতামত জানার। আশা করি ধীরে ধীরে তিনি এসব বিষয়েও বলবেন।
দুবনা, ২৫ আগস্ট ২০২৪
Comments
Post a Comment