সিপিবি কংগ্রেস

সিপিবির কংগ্রেসে মঞ্জুরুল আহসান খান মঞ্জু ভাইকে দেখলাম। মস্কোয় পড়াশুনা করার সুবাদে সেই সময়ের সিপিবির অনেক কেন্দ্রীয় নেতাদের সাথে পরিচয় হয়, অনেকের সাথে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে ওঠে। তাই এখনও সেই সময়ের নেতাদের রাজনৈতিক গতিবিধি সম্পর্কে খবর রাখার চেষ্টা করি। মঞ্জু ভাইয়ের বিগত কয়েক বছরের অনেক কাজ খুব ভালো ভাবে নিতে পারিনি। একজন ব্যক্তি হিসেবে তাঁর স্বাধীনতা আছে বিভিন্ন বিষয়ে নিজস্ব মত পোষণ করার। তবে যেহেতু তিনি ছিলেন অনেকের কাছেই পথপ্রদর্শক স্বরূপ, যেহেতু তাঁকে দেখে অনেকেই সিপিবির রাজনীতিতে যোগ দিয়েছে, তাই কিছু কিছু প্রশ্নে তাঁর ইউ-টার্ন অনেককে ব্যথিত করেছে। অনেক দিন পরে তাঁকে দেখে মনে হল সক্রিয় রাজনীতিতে ফিরে আসার মত শারীরিক অবস্থা ওনার নেই। যতদূর জানি তিনি পার্টি থেকে বহিষ্কৃত এবং সেটা সঙ্গত কারণেই। তবে তাঁর বয়স, অতীতে পার্টি ও জাতীয় রাজনীতিতে তাঁর অবদান এসব বিবেচনা করে পার্টি যদি এই কংগ্রেসে তাঁর সদস্য পদ পুনর্বহাল করে সেটা শুধু পার্টির জন্যই নয়, এর আগে বিভিন্ন কারণে পার্টি থেকে বহিষ্কৃত বা স্বেচ্ছায় বেরিয়ে যাওয়া অনেকের জন্যই হবে সবুজ সংকেত‌। এটা পার্টির ভাবমূর্তি উজ্জ্বল করবে বলেই আমার বিশ্বাস। বিষয়টি ভেবে দেখার অনুরোধ রইল। 

আশা করি বিভিন্ন প্রশ্নে সমস্ত মনোমালিন্য ভুলে পার্টির নেতৃবৃন্দ ঐক্যবদ্ধভাবে কাজ করবেন। দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে ঐক্যবদ্ধ ও শক্তিশালী সিপিবির বিকল্প নেই। এই মুহূর্তে সেটা করতে ব্যর্থ হলে বাংলাদেশের রাজনীতিতে সিপিবি তার প্রাসঙ্গিকতা হারাবে।

কংগ্রেসের সার্বিক সাফল্য কামনা করি।

মস্কো, ২১ সেপ্টেম্বর ২০২৫

Comments

Popular posts from this blog

প্রশ্ন

রিংকু