লাভ থেকে লোভ

ফেসবুকে দেশের বিভিন্ন খবর দেখে হঠাৎ আমার বেহুলা লক্ষ্মীন্দর সিনেমার কথা মনে পড়ে গেল। চাঁদ সওদাগরের উপর ক্ষিপ্ত হয়ে মনসা দেবী তার জীবন বিষাক্ত করে তুললেন। ঘরের সর্বত্র শুধু সাপ আর সাপ। ভাতের হাঁড়িতে সাপ, আলমারিতে সাপ - এক কথায় তার বাড়ি সর্পময়। আজকাল বিভিন্ন উচ্চপদস্থ আমলা ও সরকারি চাকুরের বাড়ি থেকে শুধু টাকা বেরুচ্ছে। সব জায়গার শুধু টাকা আর টাকা, কোন বই নেই, শুধু টাকা আর টাকা। আমার বিশ্বাস বই থাকলেও সেটার পৃষ্ঠা হত টাকা, টাকা দিয়ে বাধাই করা বই, মানে বাধাই করা টাকার বান্ডিল। এই টাকাগুলো এসব মানুষের জন্য আজ সাপের মতই বিষধর। আচ্ছা লোকজন এত বেশি মূল্যে অশান্তি কেনে কেন? সব টাকা তো আর খরচ করা যাবে না এ জীবনে, কিন্তু টাকার চিন্তায় (উপার্জনের ও হারানোর) ঘুম কামাই, এমনকি জেলের ভাত (ওদের পোলাও দেয়া দরকার) পর্যন্ত খেতে হতে পারে। কথায় বলে অর্থই অনর্থের মূল। আসলে অতিরিক্ত অর্থ অনর্থের মূল, অশান্তির মূল। আজ বিশ্বব্যাপী যে যুদ্ধ তার পেছনেও এই টাকাই। অসম্ভব রকম বিশাল অর্থ। লাভের লোভে অন্ধ পুঁজি অস্ত্রের সাথে ফেরি করে অশান্তি।

দুবনা, ১৯ আগস্ট ২০২৪

Comments

Popular posts from this blog

রিসেটের ক্ষুদ্র ঋণ

পরিমল

প্রশ্ন