শিশুকাল
অনেকেই আছে যারা বিভিন্ন কারণে শিশুকাল উপভোগ করতে পারেনি। পরিস্থিতির চাপে অল্প বয়সেই গুরুদায়িত্ব নিতে হয়েছে। এরা অনেকেই না পাওয়া শৈশবের জন্য নস্টালজিক হয়ে থাকে। বাংলাদেশের অনেক মানুষ পাকিস্তান পাকিস্তান খেলাটাও ঠিক মত উপভোগ করার আগেই শেষ হয়ে গেছে বলে তাদের একটি অংশ প্রায়ই সেখানে ফিরে যেতে চায়। দেশত্যাগে বাধ্য বাবা মায়ের ভারতে জন্ম নেয়া সন্তানরা যেমন এখনও পূর্ব বাংলার নাম শুনলে আবেগ তাড়িত হয়ে ওঠে এটাও অনেকটা সেরকম। তবে দুই দলের প্রকাশ ভিন্ন, উদ্দেশ্য ভিন্ন। নস্টালজিয়া আক্রান্ত ভারতের লোকেরা যদি পূর্ব পুরুষদের ভিটে দেখার জন্য দুই দেশের মধ্যে রাজনৈতিক সুসম্পর্ক গড়ে তুলতে আগ্রহী, বাংলাদেশের এধরণের মানুষ পাকিস্তান আমলে ফিরে যেতে আগ্রহী যার মূলে রয়েছে ভারত বিরোধিতা। টানেলের শেষে আশার আলো তাই এখনও অস্পষ্ট।
মস্কো, ১১ আগস্ট ২০২৪
Comments
Post a Comment