ভাবনা

আমাদের সমস্যা অনেক। স্বৈরাচার, সাম্প্রদায়িকতা, স্বজনপ্রীতি, ঘুষ, দুর্নীতি .....
তারচেয়েও বড় সমস্যা হল অধিকাংশ মানুষ একসাথে এই সবগুলো সমস্যার সমাধান চায় না। দেশের এক বিশাল জনগোষ্ঠী সাম্প্রদায়িকতার বিরুদ্ধে সোচ্চার না হওয়ায় স্বৈরাচারের বিরুদ্ধে আওয়াজ তুলে বিজয়ের পরেও সংখ্যালঘুরা আতঙ্কগ্রস্ত। স্বৈরাচার গেছে কিন্তু সাম্প্রদায়িকতা যায়নি। এই শক্তি এখন দ্বিগুণ উৎসাহে বিভিন্ন এলাকায় সংখ্যালঘুদের উপর আক্রমণ করছে। আমার স্বৈরাচার বিরোধী প্রগতিশীল বন্ধুদের কাছে জানতে ইচ্ছে করে তারা কি আন্দোলনের এই বাই প্রোডাক্টের বিষয়ে আগে থেকে কিছু ভেবেছিলেন? ধর্মীয় সংখ্যালঘুদের ও আপনার স্বৈরাচার বিরোধী আন্দোলন এক হলেও তার ফলাফল দুজনের জন্য ভিন্ন। কীভাবে সেটাকে সবার জন্য এক করা যায় সেটা ভেবেছেন কি? ভাবুন। এখন প্রচুর সময় পাবেন।

দুবনা, ০৫ আগস্ট ২০২৪

Comments

Popular posts from this blog

পরিমল

নেতা

শুভ নববর্ষ ১৪৩১