পথ
সরকার, শেখ হাসিনা, আওয়ামী লীগ - এদের ভুলে শত শত প্রাণ ঝরেছে। সব হত্যার বিচার চাওয়া আমাদের ন্যায্য অধিকার। একে কেন্দ্র করে যে আন্দোলন গড়ে উঠছে তার লক্ষ্য হোক মৃত্যুকে না বলা। সরকারের দুর্বলতার সুযোগ নিয়ে আমাদের অতি উৎসাহ যেন কোনোভাবেই আরও বেশি রক্তক্ষয়ী আন্দোলনে রূপান্তরিত না হয়, নতুন নতুন লাশ সরবরাহের কারখানা না হয়। সেটা হলে তার দায়িত্ব কিন্তু নিতে হবে আন্দোলনকারীদের। দেশকে রণাঙ্গনে পরিণত করা কি এখন এতটাই জরুরি? সব যুদ্ধ শেষ হয় হয় আলোচনার মাধ্যমে অথবা প্রতিপক্ষের সমূলে বিনাশের মাধ্যমে। দ্বিতীয় পথ কাম্য নয়। এটা ধ্বংসের পথ। আর আলোচনার জন্য দরকার সব পক্ষের গ্রহণযোগ্য বাস্তবসম্মত যৌক্তিক দাবি উত্থাপন। কী সেই দাবি? অবাধে অহিংস রাজনীতি করার পরিবেশ ও সংস্কৃতি সৃষ্টি। কারণ একমাত্র সুস্থ রাজনৈতিক পরিবেশ সুস্থ ও শক্তিশালী রাজনৈতিক দল গড়ার পথ করে দেবে। এখন দেশের সামনে সবচেয়ে বড় সমস্যা এরকম রাজনৈতিক শক্তির অভাব। আলোচনার পথ খুঁজুন। মনে রাখবেন শুধু ভেতরে ঢোকার জন্য নয়, বাইরে বেরুনোর জন্যেও খোলা দরজা দরকার আর দরকার নিরাপদে প্রবেশ ও প্রস্থানের নিশ্চয়তা।
দুবনা, ০৩ আগস্ট ২০২৪
Comments
Post a Comment