ফেরা না ফেরা

অনেকেই লিখছে যারা মনে করেন সোভিয়েত ইউনিয়ন ও আওয়ামী লীগ ফিরে আসবে তারা ভুল করছেন। সোভিয়েত ইউনিয়ন ফিরে আসবে না সে বিষয়ে নিশ্চিত। কারণ এর পতনের মেকানিজম ভেতরেই ছিল। বিশেষ করে শ্রমিক ও মালিকের অর্থনৈতিক সম্পর্কে। এমনকি রাষ্ট্রও যদি মালিক হয় তাকে উৎপাদন ব্যবস্থা টিকিয়ে রাখতে ও লাভজনক করতে নিজেকে বদলাতে হবে। বন্টন ব্যবস্থায়ও পরিবর্তন আনতে হবে। তাই কখনও যদি এই মুল্লুকে তেমন দেশ হয় সেটা হবে গুনগত ভাবে ভিন্ন দেশ। আওয়ামী লীগ ফিরবে কিনা সেটা নির্ভর করবে নতুন শাসকদের উপর। বাংলাদেশের মানুষ বার বার দেখিয়ে দিয়েছে তারা দুঃশাসন মেনে নেয় না তা সে (সামরিক) শক্তির (যেমন আইয়ুব , ইয়াহিয়া, এরশাদ) দুঃশাসন হোক, ধর্মীয় (মুসলিম লীগ) হোক আর উন্নয়নের (শেখ হাসিনা) হোক। নতুন শাসক গোষ্ঠী যদি আগের মতই বিরোধীদলীয় রাজনীতি বন্ধ করে, (ভিন্ন) মত প্রকাশে প্রতিবন্ধকতা সৃষ্টি করে সেটা অর্জন করতে চায় তারা ব্যর্থ হবে। সফল হবার একটাই পথ - সুশাসন প্রতিষ্ঠা করা। তাহলে আওয়ামী লীগ রাজনীতি করার সুযোগ পেলেও সহজে ভোটে জিতে ফিরে আসতে পারবে না। সহকর্মীদের ছোট করে কিছু দিন নিজের চাকরি নিশ্চিত করা যায়, কিন্তু সেটা স্থায়ী করা যায় কাজের দক্ষতা দিয়ে। সুশাসন শাসক গোষ্ঠীর দক্ষতার মানদণ্ড। সুযোগ থেকে বঞ্চিত করে নয়, প্রতিপক্ষকে সুযোগ দিয়ে নিজের যোগ্যতা দিয়ে জনতার দরবারে তাদের পরাজিত করেই শুধু তাদের দীর্ঘ সময়ের জন্য ক্ষমতা থেকে দূরে রাখা যাবে।

দুবনা, ১৪ আগস্ট ২০২৪


Comments

Popular posts from this blog

পরিমল

নেতা

শুভ নববর্ষ ১৪৩১