ভয়
ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে বর্তমান অস্থিতিশীল পরিস্থিতির সুযোগে হিন্দুদের উপর হামলার প্রতিবাদে মিটিং মিছিলের কর্মসূচি পালন করেছে সংখ্যালঘু সম্প্রদায়। এতে অনেকেই প্রশ্ন তুলেছে আক্রমণের সত্যতা নিয়ে। কারণ মেইন স্ট্রীম কাগজে সে খবর আসেনি। কিন্তু কেন খবর এল না সেই প্রশ্ন কেউ করছে না। যে লোকগুলো দু'দিন আগেও সংবাদ পত্রের স্বাধীনতা নিয়ে প্রশ্ন তুলত আজ তারাই এসব সংবাদ পত্রের খবরের ভিত্তিতে ঘটনার সত্যতা যাচাই করতে ব্যস্ত। অথচ চেষ্টা করলে সেসব নিজেরাই যাচাই করতে পারে। যেসব আক্রমণের খবর আসছে সবই যে অক্ষরে অক্ষরে সত্য তা হয়তো নয়, আবার সব ঢালাও মিথ্যা নয়। অনেক সংখ্যালঘু আক্রান্ত হয়েছে আওয়ামী লীগের কর্মী হিসেবে। তবে একটা জিনিস ঠিক সংখ্যালঘুদের প্রায় সবাই নিরাপত্তার অভাব বোধ করছে। এটা এক ধরণের মানসিক নির্যাতন। সেটা হয়েছে বিভিন্ন সময়ে হিন্দুসহ অন্যান্য সংখ্যালঘু সম্প্রদায়ের উপর ঘটে যাওয়া অপরাধের বিচার না হওয়ায়। আর এসব আক্রমণ আওয়ামী লীগ, বিএনপি, জামাত, শিবির সবাই মিলেই করেছে। ঘর পোড়া গরু সিঁদুরে মেঘ দেখ ভয় পায় এটা তো নতুন কিছু নয়। তাই ঘটনার সত্যতা যাচাইয়ের চেয়ে পাশে থাকার আশ্বাস, তাদের পাশাপাশি নিজেদের উদ্যোগে সাম্প্রদায়িক হামলা বিরোধী আন্দোলন ইত্যাদি গড়ে তোলার মধ্য দিয়ে তাদের অবস্থার পরিবর্তন করতে পারবেন। তাদের মন থেকে ভয় দূর করা এ মুহূর্তে খুব গুরুত্বপূর্ণ।
দুবনার পথে, ১১ আগস্ট ২০২৪
Comments
Post a Comment