প্রগতি

এতদিন ভাবতাম যে দেশের অধিকাংশ মানুষ ধর্মান্ধ না হলেও বিশ্বাসী। যুক্তিবাদী নয়। এখন সব দেখে মনে হয় দেশের মানুষ দিন দিন যুক্তিবাদী না হলেও তা বিশ্বাসে ফাটল ধরেছে। রাজনীতিতে যেমন এক্ষেত্রেও তেমনি তারা সুবিধাবাদী হয়ে উঠছে। আগে তারা সরকারি দল করত এখন তারা দল নেই বলে সরকারের বয়ানে বিশ্বাস করছে।

মানে? আপনার কি মাথা খারাপ হয়ে গেল?

আমার কেন হবে? মানুষের হচ্ছে। দেখ না আজীবন তারা বিশ্বাস করল জন্ম মৃত্যু, ঝড় বৃষ্টি, বন্যা জলোচ্ছ্বাস এসব ঈশ্বরের হাতে। এখন এই মানুষই ঈশ্বরকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়ে ভারতকে বন্যার সৃষ্টিকর্তা বানাচ্ছে। এক বন্যায় মানুষ কীভাবে ঈশ্বরের ক্ষমতায় অবিশ্বাসী হয়ে যাচ্ছে, নাস্তিক হয়ে যাচ্ছে। 

দুবনা, ২৪ আগস্ট ২০২৪

Comments

Popular posts from this blog

পরিমল

নেতা

শুভ নববর্ষ ১৪৩১