স্বৈরাচার

বিগত পঞ্চাশ বছরের বেশি সময় ধরে যারাই আমাদের দেশ দীর্ঘদিনের জন্য শাসন করেছেন তারা সবাই এক পর্যায়ে স্বৈরাচারী শাসকের দুর্নাম অর্জন করেছেন। এটা শুধু প্রতিপক্ষের রাজনৈতিক প্রোপাগান্ডা ছিল না, তারা নিজেরাই নিজেদের শাসনকে স্বৈরাচারের কোন না কোন গুণে গুণান্বিত করেছেন। দোষ কি মানুষের না পদের। মানুষ বদলায়, দল বদলায় কিন্তু শাসক এক সময় স্বৈরাচারী আচরণ করতে শুরু করেন। এমতাবস্থায় পদের নামটি স্বৈরাচারী করলে কেমন হয়? রাজা আছে, বাদশাহ আছে, প্রেসিডেন্ট আছে, প্রধানমন্ত্রী আছে। স্বৈরাচারী থাকতে সমস্যা কোথায়? এর আগে তাঁরা গণভোটে ভিন্ন নামে নির্বাচিত হয়ে স্বৈরাচারী হতেন, এখন স্বনামে নির্বাচিত হবেন। অবস্থার পরিবর্তন হবে না, হবে স্বচ্ছতা বাড়বে। জনগণ বারবার বোকা বনবে না। একই ভাবে যেসব পদে চুরি করা ঘুষ খাওয়া ব্যাপকভাবে প্রচলিত সেসব পদের নাম অফিসিয়ালি চোর, ঘুষখোর ইত্যাদি হতে পারে। ক্ষতি হবে না। সততা বাড়বে। মিথ্যে বলা কমবে। ভেবে দেখুন প্রস্তাবটি। 

দুবনা, ১০ আগস্ট ২০২৪

Comments

Popular posts from this blog

পরিমল

নেতা

শুভ নববর্ষ ১৪৩১