Lust for Власть
গত ২২ শে ফেব্রুয়ারী আমরা মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করলাম| বলতে গেলে এই প্রথম বারের মতো দায়িত্ব নিয়ে কোনো অনুষ্ঠান করলাম| না, আমি যে অনুষ্ঠান বিমুখ, তা নই, এসবে অংশ নিতে খুবই ভালো লাগে, তবে দায়িত্ব নিয়ে করা যেটাকে বলে – সেটা করা হয়ে ওঠেনা| ক্ষমতার লোভ আর স্বাধীনতার মধ্যে দ্বন্দে স্বাধীনতাই জিতে যায় বার বার| তবে এবার ফেব্রুয়ারীর শুরুতেই বাংলাদেশ প্রবাসী পরিষদের সভাপতি ও সাধারণ সম্পাদক বাইরে চলে গেলে আর মুস্কিল আসান মুকুল ভাই না থাকায় একুশ পালনের গুরুদ্বায়িত্বটা আমার ঘাড়েই চেপে বসলো ভুতের মতো| বরাবর দুব্রভ্কায় আমাদের অনুষ্ঠান হয়, তবুও অমলকে বললাম, গণমৈত্রী বিশ্ববিদ্যালয়ে কোনো হল পাওয়া যায় কিনা দেখতে| ওখান থেকে প্রস্তাব এলো যৌথ ভাবে অনুষ্ঠান করার| অমলকে বললাম, করে ফেলি, এটা যদিও প্রথম বারের মতো, কাউকে না কাউকে শুরুতো করতেই হবে| যখন কোনো সভায় এ নিয়ে প্রশ্ন উঠবে, আমার ঘাড় থেকে বোঝাটা নেমে যাবে, আর যাদের দায়িত্ব তাদের ও উত্তর দিতে হবে না| তাই কারো সাথে বেশি আলোচনার দরকার নেই| আমরা নিজেরা করলে লোক হোতো ১৫ জন – ছাত্রদের সাথে করলে ৩০ জন| তাই এক সাথেই করা দরকার| কাজ ঠিক মত...