Posts

Showing posts from February, 2016

Lust for Власть

Image
গত ২২ শে ফেব্রুয়ারী আমরা মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করলাম| বলতে গেলে এই প্রথম বারের মতো দায়িত্ব নিয়ে কোনো অনুষ্ঠান করলাম| না, আমি যে অনুষ্ঠান বিমুখ, তা নই, এসবে অংশ নিতে খুবই ভালো লাগে, তবে দায়িত্ব নিয়ে করা যেটাকে বলে – সেটা করা হয়ে ওঠেনা| ক্ষমতার লোভ আর স্বাধীনতার মধ্যে দ্বন্দে স্বাধীনতাই জিতে যায় বার বার| তবে এবার ফেব্রুয়ারীর শুরুতেই বাংলাদেশ প্রবাসী পরিষদের সভাপতি ও সাধারণ সম্পাদক বাইরে চলে গেলে আর মুস্কিল আসান মুকুল ভাই না থাকায় একুশ পালনের গুরুদ্বায়িত্বটা আমার ঘাড়েই চেপে বসলো ভুতের মতো| বরাবর দুব্রভ্কায় আমাদের অনুষ্ঠান হয়, তবুও অমলকে বললাম, গণমৈত্রী বিশ্ববিদ্যালয়ে কোনো হল পাওয়া যায় কিনা দেখতে| ওখান থেকে প্রস্তাব এলো যৌথ ভাবে অনুষ্ঠান করার| অমলকে বললাম, করে ফেলি, এটা যদিও প্রথম বারের মতো, কাউকে না কাউকে শুরুতো করতেই হবে| যখন কোনো সভায় এ নিয়ে প্রশ্ন উঠবে, আমার ঘাড় থেকে বোঝাটা নেমে যাবে, আর যাদের দায়িত্ব তাদের ও উত্তর দিতে হবে না| তাই কারো সাথে বেশি আলোচনার দরকার নেই| আমরা নিজেরা করলে লোক হোতো ১৫ জন – ছাত্রদের সাথে করলে ৩০ জন| তাই এক সাথেই করা দরকার| কাজ ঠিক মত...

ফেব্রুয়ারী ২৬

Image
ঠিক এক বছর আগে এমনি দিনে অভিজিৎ রায়কে হত্যা করা হয়েছিল| এই খুন ইসলামী জঙ্গিদের হাত দিয়ে হলেও পারত পক্ষে তা করেছে আমাদের দেশ – সরকার, বিরোধীদল, বুদ্ধিজীবি, লেখক, সাংবাদিক, আমি, আপনি – আমরা সবাই মিলে| হ্যা, যে দেশ, যে দেশের প্রতিষ্ঠানগুলো এ ধরনের হত্যার বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারে না, বরং যাদের গাফিলতিতে একের পর এক একই ধরনের ঘটনা ঘটে, তারা কি এই হত্যার দায় এড়াতে পারে? পারে না| এক দল যায়, আরেক দল ক্ষমতায় আসে, কিন্তু দেশ থেকেই যায়| আর এই দেশটা যাতে মাথা তুলে দাঁড়াতে পারে তার জন্য – কে কি কারণে খুন হলো তার দিকে না চেয়ে খুনিদের বিচার করার দায়িত্ব ক্ষমতাসীন সরকারেরই পালন করতে হয়| সরকার সেটা করতে ব্যর্থ হলে সে ব্যর্থতা শুধু সরকারের নয়, সেটা দেশের ব্যর্থতা, সেটা জনগনের ব্যর্থতা| এটা আমাদের সম্মিলিত ব্যর্থতা| আরেকটা কথা| ১৯৭১ এর ৭ই মার্চ শেখ মুজিব বলেছিলেন – তোমরা ঘরে ঘরে দুর্গ গড়ে তোলো, যার যা আছে তাই নিয়ে শত্রুর মোকাবিলা করো| শেখ মুজিব আমাদের মুজিব হতে বলেন নি, বলেছিলেন আমরা যেন স্বকীয়তা বজায় রেখে অন্যায়ের প্রতিবাদ করি| আজকে অনেককেই দেখছি তাদের প্রফাইল পরিবর্তন করেছেন| এটা আজকাল ফ্য...

একুশ আজ

Image
আজ একুশে ফেব্রুয়ারী, মহান ভাষা দিবস| ছোটবেলায়, যখন বাংলাদেশের জন্ম হয়নি তখনো, আমি যখন একেবারেই ছোট, দেখতাম সাত সকালে আমাদের বাড়ির আমগাছের মাথায় বাঁশের ডগায় পতপত করতে উড়তো কালো পতাকা| তখন আমরা একুশকে বলতাম শোক দিবস| তারপর একদিন সেই শোক আর কান্না এক হয়ে পরিণত হলো ক্রোধে, গর্জে উঠলো বাঙ্গালী তার অধিকার চেয়ে – জন্ম নিলো নতুন এক দেশ – বাংলাদেশ| এবার বাড়িতে উড়লো লাল-সবুজ পতাকা| দ্বিজাতি তত্বকে পেছনে ফেলে গণতন্ত্র, সমাজতন্ত্র   আর ধর্ম নিরপেক্ষতার অঙ্গীকার নিয়ে জন্ম নেয়া এ দেশকে ঘিরে নতুন করে স্বপ্ন দেখলো এদেশের মানুষ| আজ স্বাধীনতার ৪৪ বছর পরে দেশ অনেক এগিয়ে গেছে, উন্নত হয়েছে রাস্তা ঘাট, সার্বিক জীবন যাত্রার মান, সেই সাথে বেড়েছে অসহিষ্ণুতা – কবির ভাষায় পশ্চিমের হাঙ্গর সংস্কৃতি গ্রাস করছে পদ্মার রূপালী ইলিশ| তবে সেই মধ্য যুগের মতই আমাদের পশ্চিমের রাস্তাটা আরব দেশ হয়ে যাবার ফলে হাঙ্গরটা হয়েছে আরো বেশি হিংস্র|আর এই হিংস্রতার শিকার হচ্ছে মুক্ত চিন্তার মানুষ – যাদের ভাবনা একদিন একুশের জন্ম দিয়েছিলো, যাদের রক্ত একদিন স্বাধীনতার সূর্যকে লাল করেছিলো – আজ তারাই এদেশে সবচেয়ে অবহেলিত| যার ফলে...