ফেব্রুয়ারী ২৬
ঠিক
এক বছর আগে এমনি দিনে অভিজিৎ রায়কে হত্যা করা হয়েছিল| এই খুন ইসলামী জঙ্গিদের হাত দিয়ে হলেও পারত পক্ষে তা
করেছে আমাদের দেশ – সরকার, বিরোধীদল, বুদ্ধিজীবি, লেখক, সাংবাদিক, আমি, আপনি –
আমরা সবাই মিলে| হ্যা, যে দেশ, যে দেশের প্রতিষ্ঠানগুলো এ ধরনের হত্যার বিরুদ্ধে
ব্যবস্থা নিতে পারে না, বরং যাদের গাফিলতিতে একের পর এক একই ধরনের ঘটনা ঘটে, তারা
কি এই হত্যার দায় এড়াতে পারে? পারে না| এক দল যায়, আরেক দল ক্ষমতায় আসে, কিন্তু
দেশ থেকেই যায়| আর এই দেশটা যাতে মাথা তুলে দাঁড়াতে পারে তার জন্য – কে কি কারণে
খুন হলো তার দিকে না চেয়ে খুনিদের বিচার করার দায়িত্ব ক্ষমতাসীন সরকারেরই পালন
করতে হয়| সরকার সেটা করতে ব্যর্থ হলে সে ব্যর্থতা শুধু সরকারের নয়, সেটা দেশের
ব্যর্থতা, সেটা জনগনের ব্যর্থতা| এটা আমাদের সম্মিলিত ব্যর্থতা|
আরেকটা কথা| ১৯৭১
এর ৭ই মার্চ শেখ মুজিব বলেছিলেন – তোমরা ঘরে ঘরে দুর্গ গড়ে তোলো, যার যা আছে তাই
নিয়ে শত্রুর মোকাবিলা করো| শেখ মুজিব আমাদের মুজিব হতে বলেন নি, বলেছিলেন আমরা যেন
স্বকীয়তা বজায় রেখে অন্যায়ের প্রতিবাদ করি| আজকে অনেককেই দেখছি তাদের প্রফাইল
পরিবর্তন করেছেন| এটা আজকাল ফ্যাশন হয়ে গেছে – আজ আমরা অভিজিৎ হই, কাল শার্লি,
পরশু পালেস্তাইন ... আসলে আমরা যদি নিজেরা নিজেদের জায়গায় থেকে, নিজেদের স্বকীয়তা
বজায় রেখে প্রতিবাদগুলো করতাম, তাতে প্রতিবাদের সুরটা ততটা উঁচু না হলেও তার
ব্যাপকতা হত সীমাহীন|
Comments
Post a Comment