বিশেষজ্ঞ
বিজ্ঞানের উন্নতির সাথে সাথে বাড়ছে গবেষণার ক্ষেত্র আর তার সাথে পাল্লা দিয়ে বাড়ছে বিশেষজ্ঞের দল। প্রাকৃতিক বিজ্ঞানে সংখ্যাটা গাণিতিক হারে বাড়লেও সমাজবিজ্ঞান ও রাজনীতিতে তাদের সংখ্যা বাড়ছে জ্যামিতিক হারে, মানে ব্যাঙের ছাতার মতো। যার ফলে আজকাল কেটলির সুইচ অন করতে বা জামা কাপড় আয়রন করতেও ভয় পাই, পাছে কেটলি বা আয়রন থেকে বিশেষজ্ঞরা বেরিয়ে জ্ঞান দিতে শুরু করে। যাকগে বিশেষজ্ঞের কথায় আসা যাক। এর একটা পোশাকী সংজ্ঞা আছে - বিশেষ জ্ঞানের অধিকারী। আমি অনেক আগেই নিজের জন্য একটা সংজ্ঞা ঠিক করেছি - বিশেষ ভাবে অজ্ঞ। যেহেতু আমি গবেষনা করি, তাই ছেলে মেয়েরা অনেক সময় জিজ্ঞেস করে - "পাপা, তুমি কি অনেক জানো?" আমি বলি, "আমি জানি যে আমি যত জানি, তার চেয়ে অনেক বেশী জানিনা।" "তা কি করে হয়?" আমি ওদের বিভিন্ন গল্প বলি। "এই ধর, আমাদের ঘর। আমরা কখনো এর থেকে বাইরে যাইনি। একটু চেষ্টা করলে কয়েক ঘন্টার মধ্যেই ঘরের কোথায় কি আছে, আমরা জানতে পারবো। এরপর বাইরে গেলে দেখবো আমাদের ফ্লোরে আরো কয়েকটা ঘর আছে। যদিও আমরা জানি ঐ ঘরগুলো একই রকম, তার কোথায় কি আছে আমরা ঠিক বলতে পা...