টিকা নিয়ে টীকা
করোনার ভ্যাকসিন নিয়ে অনেকেই লিখছেন । ভ্যাকসিন বেরুনোর আগে পর্যন্ত সেসব ছিল গুজব , রাশিয়া ভ্যাকসিনের সফল টেস্টের ঘোষণার পর সেটা নিয়ে চলছে আবার স্পেকুলেশন । অনেকেই টিভি প্রোগ্রামে কথা বলছেন , ফেসবুকে লিখছেন । আমাকে দু এক জন ফোন করেছেন , কেউ কেউ ইনবক্স করেছেন । জানতে চাইছেন ব্যাপার কি ? আমি ডাক্তার নই , তাই এ ব্যাপারে সঠিক কিছু বলতে পারব না । দুএকটা ব্যাপারে আমি বিশেষজ্ঞ ঠিকই , তবে এ ব্যাপারে বিশেষ ভাবে অজ্ঞ । তাই যা বলব , সেটা মূলত কমনসেন্সের উপর ভিত্তি করে । মনে পড়ে বললে ভুল হবে , কেন না সেসব ঘটেছে আমার জন্মের পূর্বে অথবা খুব ছোট বেলায় । বিভিন্ন কাগজপত্র পড়ে এ সব জেনেছি । তবে শুরু করব একটু দূরে থেকে । অনেক আগে মানুষ একে অন্যকে জানিয়ে যুদ্ধে নামত । যুদ্ধক্ষেত্রে গিয়েও চেষ্টা করত যুদ্ধ এড়াতে । মহাভারতে কুরুক্ষেত্র যুদ্ধের ঘটনা আমাদের সে ধারনাই দেয় । এমন কি ট্রয়ের যুদ্ধেও সে চেষ্টা করা হয়েছে , যদিও পরবর্তীতে ট্রয়ের ঘোড়া বানিয়ে আক্রমণ করা হয় অতর্কিতে । এর ...