আশা নিরাশা
আমরা যারা সোভিয়েত ইউনিয়নে পড়াশুনা করতাম তাদের একটা বিরাট অংশ সমাজতন্ত্রে বিশ্বাস করত, সেদেশের নিয়ম কানুন মেনে চলত। কথাটা এ জন্যেই বলছি যে যে কাজগুলো আমাদের দেশে অপরাধ বলে গণ্য হয়না, যেমন বেচাকেনা, তেমন অনেক কিছুই সোভিয়েত ইউনিয়নে অপরাধের পর্যায়ে পড়ত। সোভিয়েত ইউনিয়নে শৌখিন জিনিসের অভাবের সুযোগ নিয়ে তখন অনেকেই এক্সট্রা ইনকাম করলেও আমাদের অনেকেই সে পথে পা বাড়াত না। আমাদের অনেকেই ভাবত দেশে গিয়ে সরাসরি রাজনীতি না করলেও বিভিন্ন গণ সংগঠনের মাধ্যমে বাংলাদেশের আর্থসামাজিক ও রাজনৈতিক জীবনে ভূমিকা রাখবে, সোভিয়েত ইউনিয়নে পাওয়া শিক্ষা বিভিন্ন ভাবে মানুষের কাছে পৌঁছে দেবে। উল্লেখ করা যেতে পারে দেশে ফিরে যাওয়া অনেকেই, বিশেষ করে ডাক্তাররা সাফল্যের সাথে তাদের সামাজিক দায়িত্ব পালন করে চলছেন। যারা সোভিয়েত ইউনিয়ন ভাঙ্গার আগে পর্যন্ত দেশে ফিরেছেন তাদের অনেকেই বিভিন্ন ভাবে বাম ঘরানার রাজনৈতিক স্রোতের সাথে নিজেদের জড়িত করেছিলেন। সমস্যা ঘটে সোভিয়েত ইউনিয়নের পতনের পর। সে সময় পার্টিও দ্বিধাবিভক্ত হয়। সোভিয়েত ইউনিয়নে যারা পড়াশুনা করেছে তারা শুধু বই পড়েই বা পার্টি নেতা বা কর্মীদের মত সংক্ষিপ্ত সফরে এসে এ দে...