পরিচয়
- বিজন, আমি পিওতর নমোকনোভ। বলে হাত ধরে ঝাকাতে লাগল আমার চেয়ে এক মাথা লম্বা এক ভদ্রলোক। আমি অনেকটা যান্ত্রিক ভাবেই উত্তর দিলাম - বিজন। - আমি জানি। আমরা ফেসবুক বন্ধু। - ও আচ্ছা। - আমি তোমার ছবির ফ্যান। খুব ভাল লাগে তোমার ছবি। - ধন্যবাদ। আসলে আমি এতটাই অপ্রস্তুত হয়ে গেছি যে কি বলব তা খুঁজে পাচ্ছিলাম না। আমাদের দেখা ভিসোতস্কি ক্যাফেতে। ওখানে গেছি বন্ধুদের সাথে ইউরি তুমানভকে স্মরণ করতে। ইউরি তুমানভ জেআইএনআর মানে আমি যে ইনস্টিটিউটে কাজ করি তার নিজস্ব ফটোগ্রাফার। ছিলেন ২০১৪ সালে মৃত্যুর আগে পর্যন্ত। আজ তাঁর ৯০ বছর পূর্ণ হল। সেই উপলক্ষ্যেই বেশ কিছুদিন হয় আমাদের স্থানীয় কালচারাল সেন্টারে তাঁর ছবির প্রদর্শনী হচ্ছে। তাঁর ছবি মানে আমাদের ইনস্টিটিউটের ইতিহাস, একই সাথে দুবনার ইতিহাস। অনেক দিন যাই যাই করেও যাওয়া হয়নি। আজ তাই ভাবলাম যাই প্রদর্শনী দেখতে। ওখানেই বন্ধুদের সাথে (এরা সবাই ফটোগ্রাফার, কোন না কোন সময় তুমানভের সাথে জড়িত ছিলেন) দেখা। আসলে দুবনার প্রায় সব ফটোগ্রাফার, অন্তত যাদের বয়স ৪০ পার হয়েছে, কোন না কোন ভাবে তুমানভের সাথে জড়িত। আমি নিজেও বিভিন্ন সময়ে তাঁর উপদেশের জন্য গেছি। যদিও ১৯৯৪ সালে দ...