অভাব
অনেক দিন থেকেই মনে প্রশ্ন - কিসের অভাব ছিল ইউরোপ আমেরিকার যে ধরে বেঁধে ইউক্রেনকে এভাবে বলি দিতে হল? অনেক চিন্তার পর বুঝলাম, এদের আসলে অভাবের অভাব ছিল। আর তাইতো এখন অভাব ঘরে ঘরে। এত দিন যারা সবাইকে বেশি বেশি ভোগ করতে বলেছে আজ তারাই সবাইকে বলছে স্বল্পব্যায়ী হতে। এ যেন বৈদিক ঋষিদের বাণী। আসল কথা এখন এই অভ্যেসটা যুদ্ধের পরেও ধরে রাখা। তবে যুদ্ধ কি শেষ হবে আর হলেই বা সেটা সব দেশের জন্যই হবে নাকি কিছু দেশ একেবারেই নাই হয়ে যাবে, শুধু মানচিত্র নয় চিরতরে হারিয়ে যাবে পৃথিবীর বুক থেকে? তবে যারা থেকে যাবে নতুন পৃথিবীতে তাদের আর পরিবেশের জন্য আন্দোলন করতে হবে না - "পরিবেশ বাঁচাও - ভোগবাদ হটাও" পোস্টার লিখে দেওয়াল ভরে ফেলতে হবে না। দুবনা, ৩০ জুন ২০২২