শিক্ষা ও শিক্ষক
বিগত কয়েক বছর ধরে শিক্ষকগণ যে ধরনের নির্যাতনের শিকার হচ্ছেন তাতে এই পেশাকে আর শান্তিপূর্ণ বলা যায় না। শিক্ষা মানে প্রশ্ন করা, অন্ধভাবে কোন কিছু মেনে না নেওয়া। আর এখানেই তার সংঘাত বিশ্বাসের সাথে। যদিও ধর্মীয় অনুভূতিতে আঘাতের নামে এসব করা হয় তবে পেছনে থাকে বিভিন্ন গোষ্ঠীর কায়েমি স্বার্থ। যদিও অধিকাংশ ক্ষেত্রেই এই শিক্ষকগণ একটি বিশেষ সম্প্রদায়ের লোক তারপরেও তারা বৃহৎ শিক্ষক সম্প্রদায়েরই অংশ। এটা মাথায় রেখে দেশের শিক্ষক সমাজ ধর্ম বর্ণ নির্বিশেষে এর প্রতিবাদে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন। বিশ্ববিদ্যালয়ের শিক্ষকগণ এখানে অগ্রনী ভূমিকা পালন করবেন বলেই আশা করি। সমাজের অধঃপতন রোধে পথ দেখাতে না পারলে শিক্ষকগণ অধঃপতন ত্বরান্বিত করার পথ প্রদর্শক হবেন।
দুবনা, ২৭ জুন ২০২২
Comments
Post a Comment