সরস্বতী পুজো

৯০ এর দশকের প্রথম দিকের কথা। কাকুর সাথে তখন বেশ বন্ধুত্ব। সময় পেলেই চলে যাই কাকুর বাসায়, খেতে আর গল্প করতে। গল্প হয় বিভিন্ন বিষয়ে – রাজনীতি, সাহিত্য – বিষয়ের কোন শেষ নেই। কোন কারণে বেশ কয়েকদিন ওদিকে না গেলে হঠাৎ করে কাকু নিজেই চলে আসতেন আর হেসে হেসে উচ্চস্বরে বলতেন - পালাবে কোথায়? তখন না ছিল ইন্টারনেট, না ছিল মোবাইল ফোন। আজকের এই ইন্টারনেট আর মোবাইল ফোনের যুগে পালানো সত্যিই অসম্ভব। বন্ধুরা না বের করলেও ফেসবুক ঠিকই জানিয়ে দেবে আজ থেকে কত বছর আগে এই দিনে তুমি কোথায় ছিলে, কার সাথে কি ছবি তুলেছিলে ইত্যাদি ইত্যাদি। অথবা আজ কার জন্মদিবস বা মৃত্যুদিন। ইদানিং কিছু বন্ধু অবশ্য এক কাঠি সরস, শুধু তোমাকে প্রাণপ্রিয় বন্ধু বলেই ডাকবে না, জানিয়ে দেবে তুমি যেন যাদের তেমন মনে কর তাদের কাছেও খবরটা পাঠাও, এমন কি তাকেও যদি পাঠাও তাতেও কোন আপত্তি নেই। অনেকটা সেই স্কুল জীবনে সন্তোষী মার চিঠির মত, যদি এই সংখ্যক লোককে চিঠি না পাঠাও কপালে কষ্ট আছে। আমি অবশ্য ক্যাটাগরিক্যালি এসব চিঠির উত্তর দেই না, যদিও সব ব্যক্তিগত চিঠির উত্তর দেয়া আমার জীবন দর্শনের একটা অংশ। আর এই চিঠির উত্তর না দেবার কা...