বিশ্বকাপের রেশ

বিশ্বকাপ শেষ। একটা মাস বেশ উত্তেজনার মধ্যে কাটালো পৃথিবী। অনেক আগে ছাত্রজীবনে আমিও ফুটবল খেলা দেখতাম বন্ধুদের সাথে হৈহুল্লোড় করে। ওভাবে শেষ দেখা মনে হয় ১৯৯৬ সালে ইউরোপিয়ান কাপ। রেজা তখন মস্কো ছিল। খেলা দেখার কথা মনে হতেই মনে পড়ে ১৯৮৬ সালের কথা। মেক্সিকো বিশ্বকাপ। সোভিয়েত ইউনিয়ন খেলছিল হাঙ্গেরির সাথে। যদি ভুল না করি ছয় ছয়টা গোল দিয়েছিল। প্যাট্রিস লুমুম্বার হোস্টেলগুলো থেকে সমস্ত বিদেশি ছাত্রছাত্রীরা রাস্তায় নেমে এসেছিল সেদিন। মিক্লুখো মাক্লায়া অচল করে দিয়েছিলাম আমরা। এটা ছিল আমার দেখা সোভিয়েত ইউনিয়নের জন্য এক অভূতপূর্ব ঘটনা। মিলিশিয়া এসেছিল অনেক, কিন্তু কি করবে বুঝে উঠতে পারছিল না। মজার ব্যাপার হল সোভিয়েত ইউনিয়ন জেতার এই আনন্দমেলায় সোভিয়েত বা রাশান ছাত্ররা সেদিন সামিল হয়নি। ওদের কাছে এটা ছিল অকল্পনীয়। আমরা বিদেশিরা নেমেছিলাম। পরে ইউনিভার্সিটি কর্তৃপক্ষ আমাদের বলে কয়ে ঘরে নিয়ে আসে। এখন দেশই বদলে গেছে। বিভিন্ন খেলায় বিজয়ের পর আনন্দমেলা এখন এদের রুটিন কাজ, এয়ারপোর্টে ফ্যানরা দল বেঁধে যায় প্রিয় দল বা খেলোয়াড়কে অভ্যর্থনা জানাতে। আমার খেলা দেখা অবশ্য এবার মাঝেমধ্যে একটু স্কোর দেখার মধ্যে...