বিশ্বায়ন
শুক্রবার একটু দেরি করে ঘুম থেকে উঠে দেখি সেভা তখনও ঘুমুচ্ছে । এর মধ্যে রান্নাবান্না শেষ করে ভোল্গায় সাঁতার কেটে এলাম, ও তখনও ঘুমিয়ে । কি মনে করে ওর খাবারটা আর বাড়া হোল না । এর পরে গেলাম ব্যাঙ্কে একটা কাজে । ওখান থেকে বাড়ির পাশ দিয়ে হেঁটে যখন অফিস যাচ্ছি, ভাবলাম বাসা থেকে ঘুরে যাই । এসে দেখি ও তখনও ঘুমে । একটু দাঁড়িয়ে অফিস চলে গেলাম । অফিসে বসে একটু অস্বস্তি লাগছিল । - ফোন করবো একটা? - না, দরকার নেই । উঠলেই তো বসবে কম্পিউটার নিয়ে । তার চেয়ে বরং একটু ঘুমাক । অফিস শেষে বাসায় ফিরেই কিচেনে গেলাম দেখতে খেয়েছে কিনা । খেয়েছে । তারপরেও জিজ্ঞেস করলাম - খেয়েছিস? - হ্যাঁ । - কি খেলি? - কেন ভাত আর মাংস, যা রান্না করেছিলে । টুকটাক কাজ করে সময় কাটল । রাত একটু বাড়লে বললাম - যা, আইকাকে নিয়ে ঘুরে আয় । তারপর খাবি । - আরেকটু অন্ধকার হোক । লোকজন একটু কমুক । শনিবার সকালে যখন উঠলাম, সেভা গেম খেলছিল । - ...