Posts

Showing posts from February, 2018

ঢেঁকি

Image
শনিবার সকালে বসে কাজ করছি, হঠাৎ কলিং বেল বাজল । একটু অবাক হলাম । ভাবলাম আন্তন আগেই চলে এসেছে । ও   গত রাতেই   দুবনা এসেছে । রাতে লাদাকে (কুকুর) আমার এখানে রেখে বন্ধুর ওখানে ছিল । গুলিয়া দরজা খুলে দিল । দেখি সেভা । -    এতো তাড়াতাড়ি ক্লাস শেষ হল? -    আজ মাত্র তিনটে ক্লাস ছিল । -    কিন্তু তোদের তো কলেজে যাওয়ার কথা । -    আমি যাবো না । মস্কো যাবো । -    ক্রিস্টিনা বললো, ওদের টাকাপয়সা নেই । কি করবি গিয়ে? -    আমার কথা হয়েছে । অসুবিধা হবে না । -    পকেটে মানিব্যাগ আছে । দে আমাকে । কিছু টাকা সেভার হাতে দিয়ে বললাম, -    এটা রাখ । রাতে তিনজন মিলে কোথাও ঘুরতে যাস । ক্যাফেতে ঢুঁকে ফোন করিস কার্ডে টাকা পাঠিয়ে দেব । -    স্পাসিবা (থ্যাঙ্কু) । এই সময় মনিকার ফোন এলো । -    প্রিভিয়েত মিউ । -    প্রিভিয়েত পিম পিম । সেভা আসছে । কিছু টেস্টি খাবার পাঠাতে পারবে? -    কি দরকার? -    এই ধর, মাংস । -    আগে...